তবে যেটাই করুন তারা যেন সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেন। আমাদের সময় আগে আমাদের বাদ দেওয়া হত। সেটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানতে পারতাম। একজন সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে এটা খারাপ লাগার মতই ব্যাপার। তাই আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন বিরাট কোহলির সঙ্গে না হয় সেদিকে দেখতে হবে।
শুধু বিরাট নয়, রোহিত থেকে শুরু করে যে কয়েকজন সিনিয়র আছে প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। যদি নির্বাচকরা ভেবে থাকেন তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল করবেন করতেই পারেন। কিন্তু আমার ব্যক্তিগত মত ফর্মের বিচারে বিরাট কোহলির বাদ পড়ার কথা নয়। তবে সিদ্ধান্ত যেন দিনের আলোর মত পরিষ্কার হয়।
ক্রিকেটারদের দিকে পরিষ্কার বার্তা দেওয়া উচিত। ভাজ্জি মনে করেন হার্দিক পান্ডিয়া একজন যথেষ্ট পরিণত অধিনায়ক হিসেবে উঠে এসেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে তিনি সঠিক লোক। হার্দিক তরুণ ক্রিকেটারদের নিয়ে চলতে পারেন। তাই এক্ষেত্রে তার একটা ভূমিকা আশা করেন হরভজন। তবে কোহলির টি-টোয়েন্টি দলে থাকা আর না থাকার সঙ্গে আইপিএলে গৌতম গম্ভীরের ঝামেলা মিলিয়ে ফেলা উচিত নয়। দুটো সম্পূর্ণ আলাদা ক্ষেত্র।