রাজনৈতিক বৈরিতার আঁচ বরাবরই থাকে ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ে, উত্তেজনার পারদ উঠে যায় বেশ উঁচুতে। যেই উত্তেজনা আরও বেড়ে যায় দেশ দুটির ক্রিকেটারদের বাকযুদ্ধে। এবারও যার ব্যতিক্রম হচ্ছে না। কিছুদিন আগে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম হুমকির সুরেই বলেছেন, ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুর রাজ্জাক আবার একধাপ এগিয়ে মন্তব্য করেছিলেন। ভারতের তুলনায় পাকিস্তানের প্রতিভা বেশি। তাই নাকি মাঠের লড়াইয়ে পাকিস্তানকে ভয় পায় ভারত, বলেন রাজ্জাক।
advertisement
বাবরের কথা প্রেক্ষিতে কিছু না বললেও, ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যতবাণী। তার মতে, দুবাইয়ে পাকিস্তানকে হেসে খেলেই হারাবে ভারত। ভারতের নির্মিত আলোচিত বিজ্ঞাপন ‘মওকা মওকা’র নতুন ভার্শন দেখে হরভজন তার প্রতিক্রিয়ায় জানান, পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে এরই মধ্যে নাকি তিনি বলে দিয়েছেন, বিশ্বকাপে ভারতের বিপক্ষে নাজেহাল অবস্থা হবে পাকিস্তানের।
মাঠে ভারত-পাকিস্তান অনেক মহাযুদ্ধের সাক্ষী হরভজন বলেন, ‘আমি শোয়েবকে বলেছি, আমাদের বিরুদ্ধে খেলতে নামার কোনো মানেই হয় না। তোমরা একটা কাজ করতে পারো, সেটা ওয়াকওভার (খেলতে অস্বীকৃতি জানানো)।’ কেন এ কথা বলেছেন, শোয়েবকে সেই ব্যাখ্যাও দিয়েছেন হরভজন, ‘তোমরা খেলবে, আবার হারবে। সেটা তোমাদের হতাশ করবে। আমাদের দল অনেক শক্তিশালী। শোয়েব, আমি কোনো সুযোগই দেখছি না। আমরা তোমাদের স্রেফ উড়িয়ে দেব।’
অতীত পরিসংখ্যানই হয়তো নিজেদের ব্যাপারে হরভজনকে এত আত্মবিশ্বাসী করে তুলেছে। কেননা বিশ্বমঞ্চে কখনই যে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আগের ১২ দেখায় ১১টিতেই জেতে ভারত। একটি ম্যাচ টাই হয়, সেটা আবার সুপার ওভারে (বোল-আউট) জিতে নেয় ভারত।
তবে পাকিস্তানের প্রাক্তন তারকা বেশিরভাগ ভারতকে অভিজ্ঞতার বিচারে এগিয়ে রাখলেও, অনেকে মনে করিয়ে দিয়েছেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের স্মৃতি। ফেভারিট ভারতকে হারিয়ে বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের দল। তাই পাকিস্তানকে শুধুমাত্র অতীত পরিসংখ্যানের বিচারে মাপতে গেলে ভূল করবে ভারত মনে করেন অনেকে।