TRENDING:

Harbhajan Singh : হরভজন-গীতার কোলে নতুন অতিথি, দ্বিতীয় বার বাবা হলেন ভাজ্জি

Last Updated:

দ্বিতীয় বার বাবা হলেন হরভজন সিং (Harbhajan Singh) ৷ তাঁর স্ত্রী গীতা বসরা (Geeta Basra) শনিবার জন্ম দিয়েছেন এক পুত্রসন্তানের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্ডীগড় : দ্বিতীয় বার বাবা হলেন হরভজন সিং (Harbhajan Singh) ৷ তাঁর স্ত্রী গীতা বসরা (Geeta Basra) শনিবার জন্ম দিয়েছেন এক পুত্রসন্তানের ৷ সামাজিক মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন ভাজ্জি ৷ গীতা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ আছে ৷ শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন হরভজন ৷
advertisement

অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে হীনায়ার ৷ চলতি বছর মার্চে গীতা জানান, তিনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ নতুন অতিথির আগমনে হরভজন ও গীতার প্রোফাইলে নেটিজেনদের অভিনন্দন ও শুভেচ্ছার স্রোত ৷

advertisement

২০০৬ সালে গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ মুক্তি পায় ৷ এর পর তিনি নজর কাড়েন ‘দ্য ট্রেন’ এবং ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে ৷ পঞ্জাবি ছবি ‘লক’-এ তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ৷

কিছু দিন আগেই গীতার ভার্চুয়াল বেবি শাওয়ারের ছবি ভার্চুয়াল হয়েছিল সামাজিক মাধ্যমে ৷ স্ত্রীকে চমকে দেওয়ার জন্য এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হরভজন নিজে ৷ সেই অনুষ্ঠানে নেটমাধ্যমেই গীতাকে শুভেচ্ছা জানান দেশ বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বান্ধবীরা ৷ সামাজিক মাধ্যমে গীতা পোস্টও করেন সেই অনুষ্ঠানের ছবি ৷ ছবিতে দেখা গিয়েছিল পুরো ঘর সাজানো হয়েছে নীল আর গোলাপি বেলুন দিয়ে ৷ তা সামনে গীতা দাঁড়িয়ে আছেন ঢিলেঢালা নীল পোশাক পরে ৷ সঙ্গে ছিলেন হরভজন এবং তাঁদের মেয়েও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গীতা বলেন, ‘‘আমার বান্ধবীরা সবথেকে সেরা ৷ কী সুন্দর এবং মিষ্টি বেবি শাওয়ারের অভিজ্ঞতা হল ৷ আমার এখন একে অন্যকে দেখতে পারছি না ৷ কাছে যেতে পারছি না ৷ কত বিশেষ আনন্দ-উদযাপন আমরা মিস করলাম ৷ এরকম এক মুহূর্তে তোমাদের সঙ্গ আমাকে খুব আনন্দ দিয়েছে৷’’ জীবনের এই স্পর্শকাতর সময়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে তাঁকে আনন্দ দেওয়ার জন্য হরভজনের প্রতি নিখাদ ভালবাসা ও কৃতজ্ঞতা জানান গীতা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Harbhajan Singh : হরভজন-গীতার কোলে নতুন অতিথি, দ্বিতীয় বার বাবা হলেন ভাজ্জি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল