TRENDING:

Harbhajan and Geeta: বান্ধবীদের সঙ্গ! সন্তানসম্ভবা স্ত্রীকে চমক হরভজনের তরফে

Last Updated:

সন্তানসম্ভবা স্ত্রী গীতা বসরাকে (Geeta Basra) চমক হরভজন সিংয়ের (Harbhajan Singh) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি : সন্তানসম্ভবা স্ত্রী গীতা বসরাকে (Geeta Basra) চমক হরভজন সিংয়ের (Harbhajan Singh) ৷ গীতার জন্য তিনি আয়োজন করেছিলেন ভার্চুয়াল বেবি শাওয়ারের ৷ সেই অনুষ্ঠানে নেটমাধ্যমেই গীতাকে শুভেচ্ছা জানালেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বান্ধবীরা ৷ সামাজিক মাধ্যমে গীতা পোস্টও করেছেন সেই অনুষ্ঠানের কথা ৷
advertisement

অভিনেত্রীর কথায়, ‘‘আমার বান্ধবীরা সবথেকে সেরা ৷ কী সুন্দর এবং মিষ্টি বেবি শাওয়ারের অভিজ্ঞতা হল ৷ আমার এখন একে অন্যকে দেখতে পারছি না ৷ কাছে যেতে পারছি না ৷ কত বিশেষ আনন্দ-উদযাপন আমরা মিস করলাম ৷ এরকম এক মুহূর্তে তোমাদের সঙ্গ আমাকে খুব আনন্দ দিয়েছে৷’’

শারীরিক দূরত্ব থাকলেও ডিজিটাল প্রযুক্তি মানসিক দূরত্বকে কিছুটা হলেও লাঘব করেছে ৷ তাই গীতা ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে ৷ বান্ধবীদের এবং স্বামীর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ৷ গীতা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পুরো ঘর সাজানো হয়েছে নীল আর গোলাপি বেলুন দিয়ে ৷ তা সামনে গীতা দাঁড়িয়ে আছেন ঢিলেঢালা নীল পোশাক পরে ৷

advertisement

অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে হীনায়ার ৷ চলতি বছর মার্চে গীতা জানান, তিনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ জুলাই মাসে ভূমিষ্ঠ হবে তাঁর এবং ভাজ্জির দ্বিতীয় সন্তান ৷

advertisement

২০০৬ সালে গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ মুক্তি পায় ৷ এর পর তিনি নজর কাড়েন ‘দ্য ট্রেন’ এবং ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে ৷ পঞ্জাবি ছবি ‘লক’-এ তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ৷

অন্যদিকে অফস্পিনার হরভজন সিং সম্প্রতি জড়িয়ে পড়েছিলেন বিতর্কে ৷ গত ৬ জুন, অপারেশন ব্লু স্টার অভিযানের ৩৭ তম বর্ষপূর্তিতে তিনি ইনস্টাগ্রামে খালিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রনওয়ালের ছবি পোস্ট করেছিলেন ‘শহিদ’ তকমা দিয়ে ৷  তার পর তিনি নেটিজেনদের কাছে তীব্র সমালোচিত হন ৷

advertisement

পরে হরভজন ওই পোস্টের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন এবং দুঃখপ্রকাশ করেন ৷ বলেন, তিনি অর্থ না বুঝেই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড পোস্ট করেছিলেন ৷ ভারতবিরোধী কোনও ভাবনা যে তিনি বরদাস্ত করেন না, সে কথাও ওই পোস্টে জানান তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আপাতত বিতর্ক থেকে দূরে নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য দিন গুনছেন হরভজন ও গীতা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Harbhajan and Geeta: বান্ধবীদের সঙ্গ! সন্তানসম্ভবা স্ত্রীকে চমক হরভজনের তরফে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল