TRENDING:

অভুক্ত নিজের শহরের বাসিন্দারা , ৫ হাজার পরিবারের দায়িত্ব নিলেন হরভজন

Last Updated:

হরভজন জানিয়েছেন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন গৃহহীন এবং কর্মহীন মানুষদের খাবার দেবেন তিনি এবং তাঁর স্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করোনা সংকটে অভুক্তদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং৷ নিজের শহর জলন্ধরের পাঁচ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিলেন হরভজন এবং তাঁর স্ত্রী গীতা৷ এ দিন টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তারকা স্পিনার৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় হরভজন লিখেছেন, 'সর্বশক্তিমানের আশীর্বাদে গীতা এবং আমি জলন্ধরের পাঁচ হাজার পরিবার যাঁরা এই কঠিন সময়ে খাবার পাচ্ছেন না তাঁদের হাতে রেশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ আমরা তাঁদের সহযোগিতা করে যাব এবং সহনাগরিকদের পাশে যেভাবে সম্ভব থাকব যাতে তাঁদের লড়াইটা একটু সহজ করতে পারি৷ নিরাপদে থাকুন, ইতিবাচক থাকুন৷ ভগবান সবার মঙ্গল করুন৷ জয় হিন্দ৷'

advertisement

বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা হলেও সেখান থেকেই যাবতীয় ব্যবস্থা করছেন হরভজন৷ তিনি জানিয়েছেন, তাঁর ঘনিষ্ঠ অনেক বন্ধুই এখনও জলন্ধরে থাকেন৷ তাঁরা ইতিমধ্যে পাঁচশো পরিবারের হাতে রেশন তুলে দিয়েছেন৷ পাশাপাশি পঞ্জাব পুলিশের ডিসি-র সঙ্গেও কথা বলেছেন হরভজন৷ পুলিশের পরামর্শ অনুযায়ী বাকি পরিবারগুলিকে চিহ্নিত করে খাবারের প্যাকেট তুলে দেবেন হরভজনের বন্ধুরা৷

হরভজন জানিয়েছেন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন গৃহহীন এবং কর্মহীন মানুষদের খাবার দেবেন তিনি এবং তাঁর স্ত্রী৷ হরভজন জানিয়েছেন প্রতিটি প্যাকেট পাঁচ কেজি চাল, ময়দা, তেল এবং রান্নার অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সততার নজির! ট্রেনের মধ্যে কুড়িয়ে পাওয়া ব্যাগে সাত লক্ষ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন মহিলা
আরও দেখুন

হরভজন বলেন, 'আমি এখনও জলন্ধরের সঙ্গে খুবই জড়িত৷ আমি মুম্বই এবং জলন্ধরে সময় ভাগ করে থাকি৷ ফলে সেখানকার মানুষ কষ্টে থাকলে আমি সহ্য করতে পারব না৷ ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে, এটুকু আমি করতেই পারি৷

বাংলা খবর/ খবর/খেলা/
অভুক্ত নিজের শহরের বাসিন্দারা , ৫ হাজার পরিবারের দায়িত্ব নিলেন হরভজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল