২০০৭-এ কোনও এক অনুষ্ঠানে মডেল অভিনেত্রী গীতা বসরার সঙ্গে পরিচয় হয় জাতীয় দলের এই স্পিনারের। সেই শুরু ভাজ্জি আর গীতার সম্পর্কের। বৃহস্পতিবার সকালে গুরুদ্বারে চিরাচরিত পঞ্জাবি প্রথা মেনেই হয় আনন্দ কারা, তারপর বিয়ে। এর আগে গত পাঁচদিন ধরে বিয়ে উপলক্ষে জলন্ধরে চলেছে জমকালো বিয়ের অনুষ্ঠান। বিয়ের রাজকীয় ব্যবস্থার পাশাপাশি অতিথি তালিকাও ছিল চোখ ধাঁধানো। সঙ্গীত আর মেহেন্দি অনুষ্ঠানে শরিক হয়েছিলেন মিকা, গুরদাস মান, বৈভবী মার্চেন্ট, পার্থিব প্যাটেল, আর পি সিং-রা। নাচে, গানে অতিথিদের সঙ্গে মেতে উঠেছিলেন হবু বর-কনেও। বিয়েতে একদিকে ডিজাইনার অর্চনা কোচারের সাজে গীতা বসরা। অন্যদিকে, লাল পাগড়ির সঙ্গে অফ-হোয়াইট আচকনে দুরন্ত ভাজ্জি। বরবেশে হরভজন তাঁর সিগনেচার ভাংরা নাচতে ভোলেননি আর ফটোশুটে দাঁড়াতেই গীতার সামনে রোমিও মতো মেলে ধরলেন নিজেকে। বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন হরভজনের প্রিয় ‘পাজি’ সচিন তেন্ডুলকর। এছাড়াও ছিলেন ভাজ্জির আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি। ১ নভেম্বর তাজ হোটেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন যুবরাজ সিং, বিরাট-অনুষ্কা জুটি, কপিল দেব, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার-সহ ভারতীয় ক্রিকেট ও বলিউডের বহু নক্ষত্ররা। জাঁকজমকের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন হরভজন-গীতা ৷
advertisement