TRENDING:

‘দাদাগিরি’ চলতেই থাকুক...সৌরভকে জন্মদিনে বাংলায় শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের

Last Updated:

‘দাদা’র জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রিস্টল: বীরেন্দ্র সেহওয়াগের আরেক নাম যেমন ‘নজফগড়ের নবাব’ ৷ তেমনি ট্যুইটারের যদি কেউ ‘বাদশা’ থেকে থাকেন, তাহলে সেটা অবশ্যই হলেন বীরু ৷ ট্যুইটারের মাধ্যমেই তাঁর রসবোধ ফুটে ওঠে বারবার ৷ তাঁর প্রতিটা ট্যুইটই যেন ভাইরাল ৷ জন্মদিনের শুভেচ্ছা জানানোরও তাঁর একটা আলাদা ‘স্টাইল’ রয়েছে ৷ নিজের প্রিয় মানুষজনদের নিজের মতো করেই ট্যুইটারে বার্থ ডে উইশ করে থাকেন বীরু ৷ ‘দাদা’র জন্মদিনেও তা বাদ যায়নি ৷ চারটে ছবি দিয়ে তার প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখা করেন সেহওয়াগ ৷
advertisement

পিছিয়ে ছিলেন না সচিন তেন্ডুলকরও ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘বার্থ ডে’ উইশ করলেন পরিষ্কার বাংলায় লিখে ! প্রিয় ‘দাদা’-র উদ্দেশ্যে সচিন লেখেন, ‘‘ দাদা, আপনার জন্মদিন সুখ আর ভালবাসায় ভরে উঠুক।’’ সচিনের বাংলা প্রীতি অবশ্য নতুন নয় ৷ মহারাজের সঙ্গে ব্যাট করার সময়ও মাঝেমধ্যেই তাঁর সঙ্গে বাংলায় কথা বলতেন মাস্টার ব্লাস্টার বলে শোনা যায় ৷ এবার ‘দাদা’-র জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলাতে লিখেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘দাদাগিরি’ চলতেই থাকুক...সৌরভকে জন্মদিনে বাংলায় শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের