সানরাইজার্স হায়দরাবাদ একইরকম আগ্রাসী মানসিকতা নিয়ে খেলবে বলে জানিয়েছে। দলের সহকারী কোচ সাইমন হেলমট স্পষ্ট জানিয়ে দিলেন, বড় রান তোলার লক্ষ্যে তাঁরা অবিচল।
আরও পড়ুন- ভারতীয় দলে সব থেকে কম পড়াশোনা জানা ক্রিকেটার কে? এমন নাম, অবাক করে দেবে
গত মরশুমে দলকে সাফল্য এনে দেন ট্র্যাভিস হেড। তিনি এবার বড় রানের দেখা পাচ্ছেন না। আরেক হার্ড হিটার অভিষেক শর্মাও রানের মধ্যে নেই। তবুও তাঁদের উপর উপর আস্থা রেখেছেন হেলমট। তিনি জানিয়েছেন, হায়দরাবাদের ওপেনিং জুটি একই ছন্দে খেলবে। উল্লেখ্য, গত আইপিএলে ফাইনালে পৌঁছে কেকেআরের কাছে হারতে হয়েছিল সানরাইজার্সকে।
advertisement
আরও পড়ুন- ‘মা হতে চলেছি!’ বিয়ের আগেই ভিভ রিচার্ডসকে জানান নীনা! জবাবে যা শোনেন, আশাই করেননি
২৮৭, ২৭৭ এবং ২৬৬ রানের ইনিংস গড়েছে তারা। আইপিএলের ইতিহাসে তিনটি সর্বোচ্চ স্কোরের মালিক হায়দরাবাদ। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৮৬ রান তুলেছিল তারা। তার পর তিন ম্যাচে হার। এদিন তাদের হারাল গুজরাত। পয়েন্ট তালিকায় সবার শেষে এখন তারা। ৫টি ম্যাচ খেলে চারটিতেই হার। লাস্টবয় হয়ে থাকল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদকে হারিয়ে শুভমন গিলের গুজরাত টাইটান্স উঠে এল ২ নম্বরে।
টস হেরে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ। ৮ উইকেটে তারা ১৫২ রান করে। ১৫৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত টাইটান্স।