TRENDING:

হেরেও গুজরাত অধিনায়ক রায়না যা করলেন, তা সকলেই মনে রাখবেন

Last Updated:

গুজরাত লায়ন্স: ২০৮/ ৭ ( ২০ ওভার), দিল্লি ডেয়ারডেভিলস: ২১৪/ ৩ ( ১৭.৩ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত লায়ন্স: ২০৮/ ৭ ( ২০ ওভার)
advertisement

দিল্লি ডেয়ারডেভিলস: ২১৪/ ৩ ( ১৭.৩ ওভার)

১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়ী দিল্লি

#নয়াদিল্লি: এবারের আইপিএলে বিরাট কোহলির আরসিবি-র পাশাপাশি সবচেয়ে খারাপ অবস্থা চলছে দিল্লি ডেয়াকডেভিলসেরও ৷ পরপর ম্যাচ হেরে এখন প্লে অফে ওঠার দৌড়ে প্রায় নেই বললেই চলে জাহির খানের দল ৷ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো জিতে নিজেদের সম্মান কিছুটা পুনরুদ্ধার করাই এখন লক্ষ্য দিল্লির ৷ বৃহস্পতিবার ঘরের মাঠে সেই কাজটা করতে সফল তারা ৷ ২০৯ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতল ডেয়ারডেভিলসরা ৷ সৌজন্যে অবশ্যই উইকেটরক্ষক ঋষভ পন্থ (৯৭)-এর দুরন্ত ব্যাটিং ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু ম্যাচ হেরেও গুজরাত লায়ন্স অধিনায়ক সুরেশ রায়নার একটা আচরণ চিরকাল মনে রাখবেন সকলেই ৷  মাত্র তিন রানের জন্য শতরান মিস করে যেন বিশ্বাসই হচ্ছিল না ঋষভের ৷ আউট হওয়ার পর চরম হতাশায় ক্রিজেই দাঁড়িয়েছিলেন তিনি ৷ মাত্র কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছেন, তাই এই সেঞ্চুরি বাবাকেই উৎসর্গ করতে চেয়েছিলেন ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত সম্ভব হল না মাত্র তিন রানের জন্য ৷ হতাশায় প্যাভিলিয়ান ফেরত যেতেই যেন পারছিলেন না দিল্লির উইকেটকিপার ৷ তখনই এগিয়ে আসেন বিপক্ষ দলের অধিনায়ক সুরেশ রায়না। ঋষভের কাছে গিয়ে পরম স্নেহে তাঁকে সান্ত্বনা দেন রায়না। ক্রিকেট যে কতটা নিষ্ঠুর, সেটাই ঋষভকে বোঝান তিনি ৷ তারপরেই ধীরে ধীরে ক্রিজ ছাড়েন ঋষভ ৷ মাঠের মধ্যে রায়নার এই সৌজন্যতা দেখে মুগ্ধ সকলেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
হেরেও গুজরাত অধিনায়ক রায়না যা করলেন, তা সকলেই মনে রাখবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল