TRENDING:

অজি মন্ত্রেই কেল্লাফতে করেছেন দ্রাবিড়, বলছেন গুরু গ্রেগ

Last Updated:

ভারত সব কিছুকে একজোট করতে পেরেছে এবং তার বড় কারণ দ্রাবিড় আমাদের ক্রিকেটমস্তিষ্ক গ্রহণ করেছে। আমরা যেটা করি তা দেখে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ও সেটাই প্রয়োগ করেছে বলেন গ্রেগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার এবং কোচ ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে খারাপ এমন  দাবি  করবেন না তাঁর শত্রুরাও। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাফল্য, দলে প্রতিভার গভীরতা—এসবের পেছনে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন জাতীয় ক্রিকেট একাডেমির ভূমিকাই বড় বলে মানেন অনেকে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটি থেকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় সে ধারণাকে আরও উসকে দিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি ও ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরিই ভারতের এ সাফল্যের নেপথ্য নায়ক হিসেবে উল্লেখ করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ, ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়ের নাম। এবার অস্ট্রেলীয় গ্রেট গ্রেগ চ্যাপেল রাহুলকে প্রশংসায় ভাসালেন। তবে অস্ট্রেলীয় কায়দায় বললেন, দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের জন্য যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছেন, সেগুলো করছেন অস্ট্রেলীয় পদ্ধতি অনুসরণ করেই।

advertisement

cricket.com.au-এর সঙ্গে আলোচনার সময় চ্যাপেল বলেন, ‘ভারত সব কিছুকে একজোট করতে পেরেছে এবং তার বড় কারণ দ্রাবিড় আমাদের ক্রিকেটমস্তিষ্ক গ্রহণ করেছে। আমরা যেটা করি তা দেখে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ও সেটাই প্রয়োগ করেছে।’ চ্যাপেল আরও বলেন, ‘প্রতিভা চিহ্নিত করে তাঁদের পরিচর্যার ক্ষেত্রে আমরা নিজেদের জায়গা হারিয়েছি। ভারত আমাদের থেকে সেটা ভাল করছে। এমনকি সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডও সেটা আমাদের থেকে ভালো করে দেখাচ্ছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চ্যাপেল অবশ্য আশাবাদী অস্ট্রেলিয়া আগামীদিনে নিজেদের সেরা ছন্দে ফিরে আসতে সক্ষম। কিন্তু তার জন্য প্রচুর কাঠ-খড় পোড়াতে হবে। নিজেদের ব্যর্থতা খতিয়ে দেখতে হবে, দ্রুত ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আপাতত ক্রিকেট বিশ্বে তিন ফরম্যাটেই ভারতের দাপট অব্যাহত থাকবে জানিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/খেলা/
অজি মন্ত্রেই কেল্লাফতে করেছেন দ্রাবিড়, বলছেন গুরু গ্রেগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল