TRENDING:

ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন, ঘানার ফুটবলারের মর্মান্তিক পরিণতি

Last Updated:

Christian Atsu: ভূমিকম্পের পর ধ্বংসস্তুপ থেকে তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছিল বলে গুজব রটেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শেষমেষ ঘানা ও চেলসির ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার হল। ভয়াবহ ভূমিকম্পের একদিন পর আতসুকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল বলে গুঞ্জন উঠেছিল।
advertisement

ঘানার রাষ্ট্রদূতসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল, আতসুকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন মিথ্যে বলে প্রমাণিত হল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আতসুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ঘানার সংবাদমাধ্যম।

আরও পড়ুন- কোহলি, জাদেজা ফিরে গেলেও ব্যাট হাতে লড়ছেন অক্ষর! ৫ উইকেট লায়নের

তুর্কি সুপার লিগের ক্লাব হাতায়াস্পোরে মিডফিল্ডার হিসেবে খেলতেন আতসু। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সকালে শক্তিশালি ৭.৮ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। এখনও পর্যন্ত দুই দেশে কমপক্ষে ৪৪ হাজার মানুষ মারা গিয়েছেন বলে খবর।

advertisement

ঘানার হয়ে ৬৯টি ম্যাচে ৫ গোল করেছেন আতসু।  তুর্কিশ লিগে খেলার আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় খেলেছেন তিনি। ২০১৩ সালে তাঁর সঙ্গে চুক্তি করে চেলসি। কিন্তু চেলসির জার্সি গায়ে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। চার মরসুমের পুরোটাই কাটিয়ে দেন লোনে।

এর পর নিউক্যাসেল ইউনাইটেডে সই করেন। এই ইংলিশ ক্লাবে পাঁচ মরসুম কাটিয়ে সৌদি আরবের আল রাইদে সই করেন। তার পর গত সেপ্টেম্বরে তুরস্কের হাতায়াস্পোরে যোগ দেন তিনি।

advertisement

আরও পড়ুন- মেয়েদের বিশ্বকাপে আজ ইংল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

স্ত্রী ও দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে তুরস্কের আনতাকিয়া শহরে থাকতেন আতসু। ভূমিকম্পে নিখোঁজ হওয়ার আগের দিন তাঁর গোলে জয় পেয়েছিল হাতায়াস্পোর। কাসিমপাসার বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন ঘানার এই উইঙ্গার।

বাংলা খবর/ খবর/খেলা/
ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন, ঘানার ফুটবলারের মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল