এও এক মেঘে ঢাকা তারার কাহিনি। মেয়েটার নাম পিভি সিন্ধু। অলিম্পিকে গ্রুপ এম। বিশেষজ্ঞদের দাবি ছিল, খুব একটা বেশি কিছু করার নেই। কারণ যা প্রতিপক্ষ, তাতে খুব বেশি হলে গ্রুপ পর্যায়। ১৮ অগাস্ট এই তারিখে দাঁড়িয়ে তাঁদের ভুল প্রমাণ করেছেন গোপীচাঁদের এই ছাত্রী।
‘‘সোনা জয়ই আমার টার্গেট। অলিম্পিক ফাইনালই আমার জীবনের আসল ম্যাচ। কথা দিলাম স্পেনের ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে আমি নিজেকে উজাড় করে দেব। আমি জানি, মারিন কঠিন প্রতিপক্ষ। তবুও আমি লড়াই ছাড়ব না।’’- পিভি সিন্ধু
advertisement
কী ভাবে সিন্ধুর ইতিহাস
----------------
গ্রুপের ম্যাচ
--------
প্রতিপক্ষ মিশেল লি - ২-১
প্রতিপক্ষ লরা সারোসি - ২-০
প্রি-কোয়ার্টার
--------
তাই ইয়ং - ২-০
কোয়ার্টার ফাইনাল
------------
ওয়াং ইহান -- ২-০
সেমিফাইনাল
--------
নিজোমি ওকুহারা - ২-০
গ্রুপের ম্যাচে কানাডার মিশেল লি’র বিরুদ্ধে ২-১ গেমে জয়। হাঙ্গেরির লরা সরেসিকে হারিয়েছেন স্ট্রেট গেমে। প্রি-কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপে’র তাই ইয়ংয়ের বিরুদ্ধে জয় ২-০ গেমে। শেষ আটে সিন্ধুর দুরন্ত জয় চিনের ওয়াং ইহানের বিরুদ্ধে। ম্যাচের ফল ২-০। আর সেমিফাইনালে জাপানি নিজোমি ওকুহারাকে স্ট্রেট গেমে হারিয়ে অভিষেকেই অলিম্পিকের ফাইনালে এই ভারতীয় শাটলার।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ক্যারোলিন বনাম সিন্ধুর ম্যাচে এগিয়ে স্প্যানিশ তারকা। কিন্তু শুক্রবার যে চাকা ঘুরবে না, তা কে বলতে পারে।