২০২৩ সালের ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল হয়ে গেল। সেই ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি। ইন্দোনেশিয়ায় আয়োজিত হয়েছিল এবারের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। সেখানকার মানাহান স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হয়েছিল।
আরও পড়ুন- EURO 2024: ইউরো ২০২৪ গ্রুপ বিন্যাস ঘোষণা, কোন গ্রুপে কোন দল? গ্রুপ অফ ডেথ কোনটি
ফাইনালে জার্মানির গোলকিপার কনস্টানটাইন হেইডে টাইব্রেকারে দুটি গোল বাঁচিয়ে দেন। তিনিও ফাইনালে জার্মানির নায়ক। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল জিতে নেয় জার্মানি।
advertisement
২০১৯ সালে ছোটদের বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এবার জার্মানি বিশ্বসেরা। ফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। প্যারিস ব্রুনার জার্মানিকে এগিয়ে দেন শুরুতেই। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল করে জার্মানিকে শক্ত ভিতে বসিয়ে দেন নোয়াহ ডারভিখ।
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় গান শুনেছেন? চমকে যাবেন, হিট গান শুনুন দাদার কন্ঠে
সাইমন বুয়াব্রে গোলে ফ্রান্স আবার ম্যাচে ফেরে। মাথিস অ্যামৌগৌ ৮৫ মিনিটে গোল করে ফ্রান্সকে সাময়িক হারের মুখ থেকে ফিরিয়ে আনে। ম্যাচ ড্র হয়। ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে।
টাইব্রেকারেও ফল না হওয়ায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে।