সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় গান শুনেছেন? চমকে যাবেন, হিট গান শুনুন দাদার কন্ঠে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: সৌরভের গলায় গান। শুনে দেখুন।
কলতাতা: তিনি যে কোনও ভূমিকায় মহারাজ। তিনি ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন। তিনি আবার সঞ্চালক হিসেবেও সুপারহিট। আবার সেই সৌরভ গঙ্গোপাধ্যায় গান গাইলেও যে দুর্দান্ত, তা না দেখলে বুঝবেন না।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার এক অনুষ্ঠানে দেখা গেল গায়কের ভূমিকায়। তিনি যে গানটা দুর্দান্ত গাইলেন তা নয়, তবে তিনি গান গাওয়ার সেই মুহূর্তটাকে উপভোগ করলেন নিজের মতো করে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় গান, ব্যাপারটা অনুষ্ঠানে উপস্থিত সকলেও বেশ উপভোগ করলেন। নচিকেত লেলের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। কিছুদিন আগের ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে নতিকেতের আবদারে গান গাইছেন দাদা।
advertisement
advertisement
আরও পড়ুন- স্বামী মজে পরকীয়ায়, ছেলেকে নিয়ে একা লড়ছেন, সানিয়া মির্জার জীবন কি ছারখার!
শাহরুখ খানের সিনেমা পরদেশ-এর গান ‘ইয়ে দিল দিওয়ানা’ গানটি গাইলেন মহারাজ। পুরো গানটি অবশ্য তিনি করেননি। তবে যেটুকু অংশ গাইলেন তাতেই দাদার ভক্তরা অবাক।
সারা বছরই ব্য়স্ত থাকেন সৌরভ। আগে বিসিসিআই সভাপতি ছিলেন। তখন ব্যস্ততার শেষ ছিল না। এখন আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত তিনি। আর সামনেই আইপিএলের ভরা মরশুম। ফলে তাঁর এখন আবার ব্যস্ততার শেষ নেই।
advertisement
advertisement
ক্রিকেটের বাইরেও মহারাজ ব্যস্ত থাকেন শুটিংয়ে। কখনও বিজ্ঞাপনের শুটিং, কখনও আবার দাদাগিরি সঞ্চালনা। এছাড়া শোনা যাচ্ছে, কিছুদিন পর থেকেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। তা নিয়েও ব্যস্ত থাকবেন দাদা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 11:03 PM IST