TRENDING:

Ger vs Jap: চারবারের চ্যাম্পিয়নদের অভিযান শুরু, জার্মান বনাম জাপান যুদ্ধ, হাঁটুর চোটে অনিশ্চিত জার্মানির সানে     

Last Updated:

২০১৮ সালের দুঃস্বপ্ন ভুলে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে মুখিয়ে মুলার, ন্যুয়াররা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: বুধে জার্মান বনাম জাপান যুদ্ধ। বিশ্বকাপ অভিযানে নামছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কাতারে হট ফেভারিটের তকমায় জার্মানদের অনেকে না রাখলেও সবথেকে সফল দলকে বাতিলের খাতায় ফেলতে পারছেন না কেউই। ২০১৪ সালের বিশ্বজয়ে সহকারী কোচের দায়িত্ব পালন করা হান্সি ফ্লিকের হাতে এবার জার্মান দল।
Ger vs Jap:  4 times world cup winner germany will start campaign in FIFA world cup 2022- Photo Courtesy- Germany Football Team/Twitter
Ger vs Jap: 4 times world cup winner germany will start campaign in FIFA world cup 2022- Photo Courtesy- Germany Football Team/Twitter
advertisement

২০১৮ সালের দুঃস্বপ্ন ভুলে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে মুখিয়ে মুলার, ন্যুয়াররা।। ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট অর্জন করেছিল জার্মানি। তবে সাম্প্রতিক পারফরম্যানে জর্মানদের ধারাবািহকতার অভাব ধরা পড়েছে। কোচ হান্সি ফ্লিক দলকে ৪-২-৩-১ ফরমেশনে সাজাচ্ছেন। কিমিচ, মুসিয়ালাদের লড়াইয়ের মন্ত্র পজিশন নির্ভর ফুটবল। বলের দখল যতটা সম্ভব নিজেদের দখে রেখে প্রতিপক্ষকে বলের পিছনে দৌড় করিয়ে ক্লান্ত করে দাও। আর সুযোগ পেলেই দ্রুত প্রতিআক্রমণে ওঠো। তাই জন্য একটি পজিশনে একাধিক ফুটবলার তৈরি করে রেখেছেন ফ্লিক।

advertisement

তবে জার্মানির চিন্তা গোল করার লোকের অভাব। সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলছে না।  বিশ্বকাপ জিততে তাই অ্যাটাকিং মিডফিল্ডের গন্যাব্রি, মুসিয়ালা, হ্যাভার্জদের বাড়তি নিতে হবে। জাপান ম্যাচে হাঁটুর চোটের জন্য ক্লিক পাবেন না সানেকে।

আরও পড়ুন - শারীরিকভাবে অক্ষম তরুণীকে ধর্ষণ, ২৫হাজার টাকার বিনিময়ে মিটিয়ে নেওয়ার হুমকি

advertisement

অন্যদিকে এশিয়ার বড়শক্তি জাপান ১৯৯৮ থেকে প্রতিবার বিশ্বমঞ্চেও নিজেদের মেলে ধরেছে। গত বিশ্বকাপেও বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বে বিদায় নিয়েছিল শেষ মুহূর্তের গোলে। জাপানের দলের মূল শক্তি তাদের টিম কেমিস্ট্রি। পরস্পরের মধ্যে বোঝাপাড়াটা যেমন দারুণ, তেমনি হারের আগে হার না মানার মানসিকতা। জাপানের মেসি নামে খ্যাত তাকুমি মিনামিনো, তাকেফুসো কুবোদের নিয়ে গড়া আক্রমণভাগ বিশ্বমঞ্চে জপানকে ভরসা যোগাচ্ছে। অসুস্থতার জন্য দেরিতে আসা মিতোমা প্রথম ম্যাচে রিজার্ভে থাকবেন বলে খবর।

advertisement

আরও পড়ুন-  FRA vs AUS: ফ্রান্সের একেবারে ঝকঝকে শুরু, অজি বধ, নয়া নজিরের হাতছানি জিরুর সামনে

জার্মানির মতো ৪-২-৩-১ ছকে খেলেন জাপান কোচ। ফলে সব বিভাগেই টক্কর এবার সেয়ানে সেয়ানে। ফিফা ক্রমতালিকায় ১১ নম্বরে জার্মানি। ২৪ নম্বরে জাপানের ফরাকও খুব বেশি নয়। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুইদেশ। সবশেষ প্রীতি ম্যাচও খেলেছে দেড় দশকের বেশি সময় আগে। ২ বারের সাক্ষাতে ১ বার জিতেছে জার্মানি। একবার ড্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ERON ROY BURMAN

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ger vs Jap: চারবারের চ্যাম্পিয়নদের অভিযান শুরু, জার্মান বনাম জাপান যুদ্ধ, হাঁটুর চোটে অনিশ্চিত জার্মানির সানে     
Open in App
হোম
খবর
ফটো
লোকাল