সোমবার আরসিবি বনাম লখনউ ম্যাচ শেষে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তুমুল ঝামেলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার বুধবার সিএসকে বনাম এলএসজি ম্যাচের সময়কার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যায়, গৌতম গম্ভীর, অমিত মিশ্রা ও লখনউ এক সাপোর্টিং স্টাফ সিঁড়ি দিয়ে উঠে আসছেন। সেই সময় একদল দর্শক গম্ভীরকে দেখে কোহলি কোহলি বলতে থাকেন। গম্ভীর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেন কারা আওয়াজ দিচ্ছেন। সেই সময় গম্ভীরের চোখ-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা বিরক্ত তিনি।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: এবার আসরে পাকিস্তান! নবীনের পাশে দাঁড়িয়ে কোহলিকে ‘আক্রমণ’ আফ্রিদির
ইতিমধ্যেই আরসিবি ও এলএসজি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।