ম্যাচ শেষে ওভালের কোণায় কোণায় ধরা পড়ে নানা রকমের সেলিব্রেশনের দৃশ্য। খেলোয়াড়রা আবেগে একে অপরকে জড়িয়ে ধরেন, ভারতীয় ড্রেসিংরুমে শুরু হয় উদযাপন। বিসিসিআই একটি ১১০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—হাসি, কান্না, চিৎকার আর আবেগে ভরপুর এক অসাধারণ দৃশ্য। কোচ গৌতম গম্ভীর শিশুদের মতো লাফাচ্ছিলেন, বোলিং কোচ মর্নে মর্কেল তাঁকে কোলে তুলে নিয়েছিলেন।
advertisement
এই জয় কেবল একটি ম্যাচ জয় নয়, ছিল দুই মাসের কঠোর পরিশ্রম, ইনজুরি, এবং অসংখ্য চ্যালেঞ্জকে হার মানানোর প্রতীক। সিরিজটি ২০ জুন শুরু হয়ে এই ম্যাচের মাধ্যমে ড্র হয়, কিন্তু এই সিরিজ ড্র যেন শত শত জয়ের থেকেও বেশি তৃপ্তিদায়ক। ভারতের টেস্ট ইতিহাসে এত কম ব্যবধানে জয় আগে কখনও আসেনি।
আরও পড়ুন: IND vs ENG: ইংল্যান্ড সফরে ভারত গড়ল ১১টি বড় বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় শুভমান গিলের দল
এই ফলাফল কেবল পরিসংখ্যান নয়, এটি একটি দলের প্রতিজ্ঞাবদ্ধ খেলোয়াড় ও কোচিং স্টাফের মানসিক শক্তি ও ঐক্যের সাক্ষ্য। ভারতের এই সাহসী প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের মনে চিরকাল অমলিন থাকবে। একইসঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নিল গৌতম গম্ভীর ও শুভমান গিলের দল।