ট্যুইট আর তার রিপ্লাইতে গৌতম গম্ভীরের পাল্টা ট্যুইটে সরগরম এখন সোশ্যাল মিডিয়া। ইএসপিএন ক্রিকইনফো-র করা ট্যুইটটা ছিল, “২০১১ সালে আজকের দিনে একটা শট লক্ষ লক্ষ মানুষকে উচ্ছ্বসিত করেছিল।” যা একেবারেই মনমতো হয়নি গৌতম গম্ভীরের ৷ ওয়াংখেড়ের ওই ফাইনালে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন গম্ভীর ৷ কিন্তু তা সত্ত্বেও এখনও ধোনির মারা সেই উইনিং সিক্সারই সবাই মনে রেখেছেন ৷ গম্ভীর পাল্টা ট্যুইট করে এদিন লেখেন, “২০১১ বিশ্বকাপ জেতার পিছনে গোটা দেশ, ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল। একটা ছক্কাই শুধুমাত্র তোমাদের আচ্ছন্ন করে রেখেছে।”
advertisement
গম্ভীরের মন্তব্য অনেকসময়েই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে ৷ ফ্যানরা তাঁর এই ট্যুইট খুব ভালভাবে যে নেননি, ট্যুইটে বেশ কিছু করা কমেন্টেই তা পরিষ্কার ৷ এক জন লেখেন, ‘‘রিল্যাক্স করুন ক্রিকেটের আডবাণীজী। কোথাও লেখা হয়নি ওই ছক্কাটা ভারতকে জয় এনে দিয়েছিল।’’
