TRENDING:

‘শুধু একটা ছক্কা নিয়ে এত কথা ! বিশ্বকাপ জয়ে গোটা টিমের অবদান ছিল...’ গম্ভীরের ট্যুইটে সরগরম সোশ্যাল মিডিয়া

Last Updated:

ট্যুইট আর তার রিপ্লাইতে গৌতম গম্ভীরের পাল্টা ট্যুইটে সরগরম এখন সোশ্যাল মিডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১১ সালে আজকের দিনেই (২ এপ্রিল) দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত ৷ করোনার জন্য এখন বিশ্বজুড়ে সব খেলার  ইভেন্ট বন্ধ ৷ কিন্তু ৯ বছর আগে ধোনি ব্রিগেডের সেই সাফল্যের স্মৃতিচারণ না করলেই নয় ৷ সেই দিনের স্মরণে একটি ক্রিকেট ওয়েবসাইটের করা ট্যুইট ঘিরে যে আরও নানা কথা হবে, সেটা কারোর পক্ষে আন্দাজ করাটাও সম্ভব নয় ৷
advertisement

ট্যুইট আর তার রিপ্লাইতে গৌতম গম্ভীরের পাল্টা ট্যুইটে সরগরম এখন সোশ্যাল মিডিয়া। ইএসপিএন ক্রিকইনফো-র করা ট্যুইটটা ছিল, “২০১১ সালে আজকের দিনে একটা শট লক্ষ লক্ষ মানুষকে উচ্ছ্বসিত করেছিল।” যা একেবারেই মনমতো হয়নি গৌতম গম্ভীরের ৷ ওয়াংখেড়ের ওই ফাইনালে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন গম্ভীর ৷ কিন্তু তা সত্ত্বেও এখনও ধোনির মারা সেই উইনিং সিক্সারই সবাই মনে রেখেছেন ৷ গম্ভীর পাল্টা ট্যুইট করে এদিন লেখেন,  “২০১১ বিশ্বকাপ জেতার পিছনে গোটা দেশ, ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল। একটা ছক্কাই শুধুমাত্র তোমাদের আচ্ছন্ন করে রেখেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সততার নজির! ট্রেনের মধ্যে কুড়িয়ে পাওয়া ব্যাগে সাত লক্ষ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন মহিলা
আরও দেখুন

গম্ভীরের মন্তব্য অনেকসময়েই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে ৷ ফ্যানরা তাঁর এই ট্যুইট খুব ভালভাবে যে নেননি, ট্যুইটে বেশ কিছু করা কমেন্টেই তা পরিষ্কার ৷ এক জন লেখেন, ‘‘রিল্যাক্স করুন ক্রিকেটের আডবাণীজী। কোথাও লেখা হয়নি ওই ছক্কাটা ভারতকে জয় এনে দিয়েছিল।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘শুধু একটা ছক্কা নিয়ে এত কথা ! বিশ্বকাপ জয়ে গোটা টিমের অবদান ছিল...’ গম্ভীরের ট্যুইটে সরগরম সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল