মূললপ্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। ২৪ তারিখ ইংল্যান্ড ও ২৫ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। এপরপর মূলপর্বে ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৩০ সেপ্টেম্বর, বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর দলটি ৫ অক্টোবর কলম্বোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ৯ এবং ১২ অক্টোবর ভাইজাগে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে (১৯ অক্টোবর), গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (২৩ অক্টোবর) এবং শেষ ম্যাচে ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
advertisement
২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এ আসরে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেও ভারতও এবারে অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে মাঠে নামবে। ব্যাটিং ফর্মে দুর্দান্ত পারফর্ম করছে স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ এবং তরুণ প্রতিভা সাবা রাওয়াল। অলরাউন্ড বিভাগে দীপ্তি শর্মা ও পূজা রানার পারফরম্যান্সও দুরন্ত। যদিও বোলিং বিভাগে কিছুটা চিন্তা রয়েছে।,তবে সাম্প্রতিক কৌশলগত পরীক্ষা-নিরীক্ষা এবং শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতকে প্রতিযোগিতায় বড় ভূমিকা নিতে সাহায্য করতে পারে।
এক ঝলকে দেখে নিন বিশ্বকাপে ভারতের সূচি:
৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা বেঙ্গালুরু বিকাল ৩:০০ টে
৫ অক্টোবর ভারত বনাম পাকিস্তান কলম্বো বিকাল ৩:০০ টে
৯ অক্টোবর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ভাইজাগ বিকাল ৩:০০ টে
১২ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া ভাইজাগ বিকাল ৩:০০ টে
১৯ অক্টোবর ভারত বনাম ইংল্যান্ড ইন্দোর বিকাল ৩:০০ টে
২৩ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড গুয়াহাটি বিকাল ৩:০০ টে
২৬ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ বেঙ্গালুরু বিকাল ৩:০০ টে
আরও পড়ুনঃ Team India: বড় খবর! ঘোষিত হল পরের ‘বিশ্বকাপের’ সূচি, গিলের ভারত খেলবে কাদের বিরুদ্ধে? রইল সব আপডেট
গ্রুপ পর্বের শেষে প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটি অথবা কলম্বোতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ২ নভেম্বর বেঙ্গালুরু অথবা কলম্বোতে অনুষ্ঠিত হবে। যদি পাকিস্তানের মহিলা দল সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছয়, তাহলে এই ম্যাচগুলি কলম্বোতে আয়োজন করা হবে।