মুম্বইয়ের হয়ে খেলতে নেমে মারকাটারি মেজাজে দেখা যায় হিটম্যান রোহিতকে। ৮টি চার এবং ৯টি ছয়ের দৌলতে সহজেই নিজের সেঞ্চুরি করেন তিনি। ৯৮ রানে ব্যাট করার সময়ে ছক্কা মেরে নিজের শতরান পূর্ণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। একই সঙ্গে লিস্ট এ ক্রিকেটে ৩৭ তম শতরান করলেন তিনি। এর আগে মাত্র ২৭ বলে নিজের ৫০ রান পূর্ণ করেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে এ দিনের শতরান দ্রুততম। এর আগে ২০২৩ সালে দিল্লিতে আফগানিস্তানে ৬৩ বলে শতরান করেন ‘হিটম্যান’। নিজের রেকর্ডই ফের নতুন করে লিখলেন সিকিমের বিরুদ্ধে।
advertisement
যেখানে রোহিত সিকিমের বিরুদ্ধে শতরান করে নজির গড়ছেন। সেখানে পিছনে থাকেননি বিরাটও। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নজির গড়েন বিরাটও। দিল্লির হয়ে ব্যাট করতে নেমে লিস্ট এ ১৬ হাজার রান পূর্ণ করেন কিং কোহলি। যদিও ৩২ রানের মাথায় ভাগ্যের জোরে ক্যাচ পড়ে যাওয়ায় নতুন জীবন ফিরে পান। কিন্তু, তিনি যে ফর্মেই রয়েছেন তা তিনি ক্রিজে থেকেই বুঝিয়ে দিয়েছেন। ৩৯ বলে নিজের ৫০ রান পূর্ণ করেন তিনি। ৮৩ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন কোহলি। ১০১ বলে ১৩১ রান করেন তিনি। যেখানে মুম্বই-সিকিম ম্যাচে ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংসে একাই সিকিমকে হারিয়ে দেন রোহিত। কিন্তু, ক্রিজে থেকে ম্যাচ শেষ করতে পারেননি বিরাট। তবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সহজেই ম্যাচ জিতে যায় দিল্লি।
