আমেরিকার টেনিস সেনসেশন কোকো গফ প্রথম সেটে পিছিয়ে পড়ার পরেও দারুণভাবে ফিরে এসে ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যামের মহিলাদের সিঙ্গলেস খেতাব জিতে নিয়েছেন। বিশ্ব দ্বিতীয় বাছাই কোকো ফাইনালে আরয়ানা সাবালেঙ্কার বিরুদ্ধে নাটকীয়ভাবে জয় লাভ করেছেন। এটি দ্বিতীয়বার যখন কোকো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েছেন। কোকো শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সাবালেঙ্কাকে ৬-৭ (৫/৭), ৬-২, ৬-৪ তে হারিয়েছেন। এর আগে কোকো ২০২৩ ইউএস ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন।
advertisement
গফের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এর আগে ২০২৩ আমেরিকান ওপেন জিতেছেন। রোলাঁ গাঁরোতে ২০১৩ সালের পর প্রথমবার বিশ্বের প্রথম এবং দ্বিতীয় নম্বর খেলোয়াড়ের মধ্যে ফাইনাল খেলা হল৷
বারো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাকে হারিয়ে খেতাব জিতেছিলেন। গত ৩০ বছরে এটি দ্বিতীয়বার যখন শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে খেতাবি লড়াই হল৷