TRENDING:

French Open Champion: সুরকির কোর্টে ২১ বছরের কোকো গফের দারুণ দাপট, এক নম্বর তারকাকে হারিয়ে জিতলেন ফরাসি ওপেন

Last Updated:

Coco Gauff French Open Champion: ২১ বছরের কোকো গফ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন, প্রথম সেট হারানোর পর ওয়ার্ল্ড নম্বর ওয়ান সাবালেঙ্কাকে হারালেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Coco Gauff French Open Champion: ২১ বছরের মহিলা টেনিস খেলোয়াড় কোকো গফ ফ্রেঞ্চ ওপেনের খেতাব জিতে নিয়েছেন। ওয়ার্ল্ড নম্বর ২ আমেরিকার গফ বিশ্ব নম্বর ওয়ান বেলারুশের আরয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার ফরাসি ওপেন মহিলাদের সিঙ্গলেস জিতলেন৷ গফ এই নিয়ে সাবালেঙ্কাকে দ্বিতীয় কোনও গ্র্যান্ডস্ল্যামে হারালেন৷
ফরাসি ওপেন জিতলেন মার্কিন সেনসেশন কোকো গফ
ফরাসি ওপেন জিতলেন মার্কিন সেনসেশন কোকো গফ
advertisement

আমেরিকার টেনিস সেনসেশন কোকো গফ প্রথম সেটে পিছিয়ে পড়ার পরেও দারুণভাবে ফিরে এসে ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যামের মহিলাদের সিঙ্গলেস খেতাব জিতে নিয়েছেন। বিশ্ব দ্বিতীয় বাছাই কোকো ফাইনালে আরয়ানা সাবালেঙ্কার বিরুদ্ধে নাটকীয়ভাবে জয় লাভ করেছেন। এটি দ্বিতীয়বার যখন কোকো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েছেন। কোকো শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সাবালেঙ্কাকে ৬-৭ (৫/৭), ৬-২, ৬-৪ তে হারিয়েছেন। এর আগে কোকো ২০২৩ ইউএস ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন।

advertisement

গফের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এর আগে ২০২৩ আমেরিকান ওপেন জিতেছেন। রোলাঁ গাঁরোতে ২০১৩ সালের পর প্রথমবার বিশ্বের প্রথম এবং দ্বিতীয় নম্বর খেলোয়াড়ের মধ্যে ফাইনাল খেলা হল৷

বারো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাকে হারিয়ে খেতাব জিতেছিলেন। গত ৩০ বছরে এটি দ্বিতীয়বার যখন শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে খেতাবি লড়াই হল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
French Open Champion: সুরকির কোর্টে ২১ বছরের কোকো গফের দারুণ দাপট, এক নম্বর তারকাকে হারিয়ে জিতলেন ফরাসি ওপেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল