TRENDING:

দেড় কোটি টাকার জালিয়াতি! তাও ঋষভ পন্থের সঙ্গে! গ্রেফতার 'গুণধর' ক্রিকেটার

Last Updated:

Mrinank Singh: দামি ঘড়ির টোপ দিয়ে ঋষভ পন্থের থেকে হাতিয়ে নেন দেড় কোটি টাকা। শেষরক্ষা হল না সেই ক্রিকেটারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: হরিয়ানার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার ছিলেন। এর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করার দাবি করেন তিনি। সেই যুবকের বিরুদ্ধে ২০২২ সালের জুলাই মাসে তাজ প্যালেস হোটেলে ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছিল।
advertisement

অভিযুক্ত মৃনাঙ্ক সিংয়ের বয়স ২৫ বছর। ফরিদাবাদ, হরিয়ানার বাসিন্দা তিনি। তাঁর প্রতারণার শিকার হন তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। পাশাপাশি দেশের বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলের মালিকরাও তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেছেন।

মৃনাঙ্ক সিং নিজেকে কর্ণাটকের একজন সিনিয়র আইপিএস অফিসার দাবি করে প্রতারণা করেছিলেন। গত অগাস্টে চাণক্যপুরী থানায় তাজ প্যালেস হোটেলের নিরাপত্তা পরিচালকের অভিযোগের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

advertisement

আরও পড়ুন- সোনা-রুপোর থেকে বেশি দামি, এক চিমটি ধুলোর দাম ৪ কোটি টাকা! অবিশ্বাস্য হলেও সত্যি

অভিযোগ ছিল, মৃনাঙ্ক সিং নিজেকে ক্রিকেটার হিসাবে পরিচয় দিয়েছিলেন। ২২-২৯ জুলাই, ২০২২ পর্যন্ত হোটেলে ছিলেন তিনি। প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার বিল পরিশোধ না করে, না জানিয়ে হোটেল ছেড়ে চলে যান। পেমেন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তার কোম্পানি অ্যাডিডাস করবে।

advertisement

আইজিআই বিমানবন্দরে আটকের সময় কর্ণাটকের এডিজিপি অলোক কুমার হিসাবে পরিচয় দেন তিনি। তার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঋষভ পন্থকে দামি ঘড়ির টোপ দিয়ে তাঁর থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি।

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/খেলা/
দেড় কোটি টাকার জালিয়াতি! তাও ঋষভ পন্থের সঙ্গে! গ্রেফতার 'গুণধর' ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল