মাঠের মধ্যে সন্ত্রাসকে হারিয়ে জিতেছিল ফ্রান্স। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল জার্মানি। দিনটা ছিল ১৩ নভেম্বর, ২০১৫। ক্যালেন্ডারের পাতা উল্টে দিনটা ৮ জুলাই ২০১৬। সন্ত্রাসহীন প্যারিসে ফের জার্মানির সামনে ফরাসিরা। বদলার ম্যাচ। জোয়াকিম লো’র দলের বিরুদ্ধে মাঠে নামার আগে এটাই রিংটোন দিদিয়ের দেশঁ’র শিবিরে। কারণ, দু’বছর আগে এই জার্মানির কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল লে ব্লুজরা। তবে পরিস্থিতি বিচার করে বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে একটু এগিয়ে থেকে শুরু করবেন জিরু, পায়েত, গ্রিজম্যানরা।
advertisement
শেষ ম্যাচে পাঁচ গোলে আইসল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে ফ্রান্সের। এর উপর আবার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়নদের যা অবস্থা, তাতে খানিকটা আনন্দে থাকতে পারেন দেশঁ। কারণ চোটের জন্য সেমিফাইনালে অনেককেই পাচ্ছেন না জার্মান কোচ জোয়াকিম লো ৷ সবমিলিয়ে, কথা বার্তা শেষ। ইউরোর অন্যতম সেরা ম্যাচ দেখার জন্য এখন অধীর অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।