এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ফ্রান্সের মার্সেই সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটছে গত শুক্রবার। রাতে ওই ফুটবলারকে গুলি করে দুষ্কৃতীরা। আঘাত গুরুতর হওয়ার চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়নি। প্রয়াত ফুটবলারের নাম আদেল সান্তানা মেন্ডি। তাঁর বয়স ছিল ২২ বছর। জন্ম ফ্রান্সে হলেও আদেলের বাবা-মা সেনেগালের। মার্সেইয়েপ যুব অ্যাকাডেমি থেকেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল আদেল সান্তামে মেন্ডির।
advertisement
বছর ২২ এর ফুটবল ফ্রানেসের ছোট ক্লাবগুলিতে ফুটবল খেলেথেন। গত জুনেই ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে যোগ দিয়েছিলেন আদেল। খুবই প্রতিশ্রুতিমান ফুটবলার ছিল বলে জানা গিয়েছে। স্বপ্ন দেখতেন বড় ক্লাবে খেলার। কিন্তু এইভাবে তাকে কেন খুন করা হল, এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালে মেসির গোল বাতিল! শেষ হচ্ছে না ফরাসীদের অভিযোগ
একদিকে বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা তারউপর দেশের ফুটবলারের এমন মৃত্যুতে শোকস্তব্ধ ফ্রান্স থেকে ফুটবল মহল। ভেঙে পড়েছে তাঁর পরিবার। আদেলের ক্লাব ওবানিয়ার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেওয়া হয়েছে ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আদেলের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। তার আত্মার শান্তি কামনা করেছেন সকলে।