TRENDING:

জাহির খানের রেস্তরাঁর বিল্ডিংয়ে ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

Last Updated:

ভয়ঙ্কর আগুন পুণের লুল্লানগর এলাকার মার্বেল বিস্তা বিল্ডিংয়ে। সেই বিল্ডিংয়েই রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের রেস্তরাঁ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: দীর্ঘ বছর খেলেছেন ভারতীয় ক্রিকেট দলে। বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজের একাধিক সখ পূরণের মধ্যে অন্যতম ছিল রেস্তরাঁ খোলা। পুণেতে একটি রেস্তরাঁ খুলেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে েসই বিল্ডিংয়েই ভয়ঙ্কর আগুন লাগে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি দমকল।
advertisement

পুণের লুল্লানগর এলাকার মার্বেল বিস্তা বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের উপর তলায় আগুন লাগে। এক তলায় রেস্তরাঁ রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের। ওই বিল্ডিংয়ে একাধিক অফিস সহ হোটেলও রয়েছে। নীচ তলা পর্যন্ত আগুন এখনও না আসলেও ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন প্রাক্তন বাঁ হাতি তারকা পেসার। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।

advertisement

আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপেই শেষ সুযোগ, এরপর দল থেকে বাদ পড়তে পারেন এই ৬ তারকা ক্রিকেটার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব্লিডিংযে কাচে দেওয়াল থাকায় ধোঁয়া বেরোতে পারছে না। যার ফলে কালো ধোঁয়া ভিতরে জমে যাচ্ছে। এ বিষয়টিই ভাবাচ্ছে দমকল কর্মীদের। ল্যাডার নিয়ে এসে কাঁচ ভেঙেও চলছে আগুন নেভনোর কাজ। যেই তলায় আগুন লেগেছে সেখানে রাতে কয়েক জন কর্মীও ছিলেন। তারা সুস্থ আছে কিনা সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জাহির খানের রেস্তরাঁর বিল্ডিংয়ে ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল