পুণের লুল্লানগর এলাকার মার্বেল বিস্তা বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের উপর তলায় আগুন লাগে। এক তলায় রেস্তরাঁ রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের। ওই বিল্ডিংয়ে একাধিক অফিস সহ হোটেলও রয়েছে। নীচ তলা পর্যন্ত আগুন এখনও না আসলেও ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন প্রাক্তন বাঁ হাতি তারকা পেসার। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।
advertisement
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপেই শেষ সুযোগ, এরপর দল থেকে বাদ পড়তে পারেন এই ৬ তারকা ক্রিকেটার
ব্লিডিংযে কাচে দেওয়াল থাকায় ধোঁয়া বেরোতে পারছে না। যার ফলে কালো ধোঁয়া ভিতরে জমে যাচ্ছে। এ বিষয়টিই ভাবাচ্ছে দমকল কর্মীদের। ল্যাডার নিয়ে এসে কাঁচ ভেঙেও চলছে আগুন নেভনোর কাজ। যেই তলায় আগুন লেগেছে সেখানে রাতে কয়েক জন কর্মীও ছিলেন। তারা সুস্থ আছে কিনা সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।