টি-২০ বিশ্বকাপেই শেষ সুযোগ, এরপর দল থেকে বাদ পড়তে পারেন এই ৬ তারকা ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
অস্ট্রেলিয়ায় চলছে টি-২০ বিশ্বকাপ ২০২২। চলছে একাধিক হাড্ডাহাড্ডি লড়াই। একইসঙ্গে চলছথে তারকা গড়া-ভাঙার খেলাও। এমন কয়েক জন ক্রিকেটার রয়েছে যারা এই টি-২০ িবশ্বকাপের পর বাদ পড়তে পারেন দল থেকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
টেম্বা বাভুমা- টি-২০ ক্রিকেটে বরাবরই খুব একটা সফল নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার ধীর গতির ব্যাটিং ওডিআই না টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী হলেও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে তা অনেক সময় দলের সমস্যা হয়ে দাঁড়ায়। টি-২০ ক্রিকেটে দীর্ঘ দিন ধরে ফর্মও ভালো নয় বাভুমার। এমনকী দক্ষিণ আফ্রিকা। হতে চলা টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগেও দল পাননি তিনি।