আরও পড়ুন - ফিফার নির্দেশকে থোড়াই কেয়ার! কাতারে নাক উঁচু ব্রিটিশরা হাতে লাগাবে বিশেষ ব্যান্ড
বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট। কাতারকে শুভেচ্ছা এবং সব দলকে গুডলাক জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন।যে দেশের সম্মান নেই, তাদের সেনাবাহিনীর অবস্থাও সেরকম। না হলে পয়সার বিনিময় একটি স্বাধীন দেশের সেনা অন্য দেশের অনুরোধে নিরাপত্তা দিতে যাবে কেন? কিন্তু পাকিস্তানে সব সম্ভব।
advertisement
পাকিস্তানের মাটিতে এখন কোনও আন্তর্জাতিক সিরিজ হলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় চারপাশ। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনা সদস্য। কাতার বিশ্বকাপে ফুটবলারদের নিরাপত্তা দেবে পাকিস্তান সেনাবাহিনী! দুজন ফেডারেল কেবিনেট সদস্যের বরাত দিয়ে এই তথ্য আগেই জানিয়েছিল পাকিস্তানের সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কাতার প্রশাসন। কিন্তু বিশ্বকাপের মতো ক্রীড়াযজ্ঞ সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কাতারের নেই। তাই পাকিস্তানের কাছে সাহায্যের অনুরোধ করেছিল কাতার। পাকিস্তানের মন্ত্রিসভা সেই অনুরোধ অনুমোদন করেছে।
দুই দেশের সুম্পর্ককে গুরুত্ব দিয়ে কাতারের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন পাকিস্তানের সেনাবাহিনী। তবে পাকিস্তান একা নয়, কাতার বিশ্বকাপের নিরাপত্তায় রয়েছে মোট তেরোটি দেশ। এদের মধ্যে তুরস্ক, ফ্রান্স এবং মরক্কো উল্লেখযোগ্য।