এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথের আগেই ভারতীয় দলের অধিনায়ককে আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটার বাজিদ খান। তিনি বলেন, “সুর্যকুমার যাদব প্রায় সব দলের বিরুদ্ধেই রান করলেও পাকিস্তানের বিপক্ষে সে এখনো কার্যকর হতে পারেনি। পরিসংখ্যানেও সেই প্রতিফলন দেখা যায় – পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে সুর্যকুমারের সংগ্রহ মাত্র ৬৪ রান, যেখানে তার গড় ১২.৮০ এবং স্ট্রাইক রেট ১১৮.৫১। এবারও তার সফল হওয়ার সম্ভাবনা কম।”
advertisement
বাজিদ খান আরও বলেন,”ভারতের স্কোয়াডে প্রতিভার অভাব নেই, তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতি স্পষ্টভাবে অনুভব করা যাবে। এই দুই তারকার মাঠের ইন্টেনসিটি ও নেতৃত্বগুণ দলকে বাড়তি অনুপ্রেরণা দিত, যা এবার মিস করবে ভারত,” বলে মন্তব্য করেন তিনি। অভিজ্ঞতা ও চাপ সামাল দেওয়ার দিক থেকে এই দুই খেলোয়াড় ছিলেন অনেক এগিয়ে।
আরও পড়ুনঃ পুজারাই শেষ নয়! আরও ৫ ভারতীয় তারকার অবসর! তালিকায় একের পর এক চমকে দেওয়া নাম
তিনি রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিকেও বড় একটি ক্ষতি হিসেবে উল্লেখ করেন। বাজিদের মতে, “জাদেজা শুধু অলরাউন্ডার হিসেবেই নয়, ফিল্ডিংয়ে এবং দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। অক্ষর প্যাটেল থাকলেও জাদেজার অভিজ্ঞতা ও গুণাবলি পুরোপুরি পূরণ করা কঠিন হবে।”