TRENDING:

ম্যাচের আগেই ভারত অধিনায়ককে কটাক্ষ পাক তারকার! আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তাপ

Last Updated:

India vs Pakistan: ২০২৫ সালের এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সুর্যকুমার যাদব। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও আবুধাবিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৫ সালের এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সুর্যকুমার যাদব। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও আবুধাবিতে। আট দলের আয়োজিত এই টুর্নামেন্টে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্ব ছাড়াও ফাইনাল পর্যন্ত দুই দল গেলে মোট ৩ বার সাক্ষাৎ হতে পারে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাক ম্যাচ নিয়ে বাড়ছে উত্তেজনা।
News18
News18
advertisement

এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথের আগেই ভারতীয় দলের অধিনায়ককে আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটার বাজিদ খান। তিনি বলেন, “সুর্যকুমার যাদব প্রায় সব দলের বিরুদ্ধেই রান করলেও পাকিস্তানের বিপক্ষে সে এখনো কার্যকর হতে পারেনি। পরিসংখ্যানেও সেই প্রতিফলন দেখা যায় – পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে সুর্যকুমারের সংগ্রহ মাত্র ৬৪ রান, যেখানে তার গড় ১২.৮০ এবং স্ট্রাইক রেট ১১৮.৫১। এবারও তার সফল হওয়ার সম্ভাবনা কম।”

advertisement

বাজিদ খান আরও বলেন,”ভারতের স্কোয়াডে প্রতিভার অভাব নেই, তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতি স্পষ্টভাবে অনুভব করা যাবে। এই দুই তারকার মাঠের ইন্টেনসিটি ও নেতৃত্বগুণ দলকে বাড়তি অনুপ্রেরণা দিত, যা এবার মিস করবে ভারত,” বলে মন্তব্য করেন তিনি। অভিজ্ঞতা ও চাপ সামাল দেওয়ার দিক থেকে এই দুই খেলোয়াড় ছিলেন অনেক এগিয়ে।

advertisement

আরও পড়ুনঃ পুজারাই শেষ নয়! আরও ৫ ভারতীয় তারকার অবসর! তালিকায় একের পর এক চমকে দেওয়া নাম

তিনি রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিকেও বড় একটি ক্ষতি হিসেবে উল্লেখ করেন। বাজিদের মতে, “জাদেজা শুধু অলরাউন্ডার হিসেবেই নয়, ফিল্ডিংয়ে এবং দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। অক্ষর প্যাটেল থাকলেও জাদেজার অভিজ্ঞতা ও গুণাবলি পুরোপুরি পূরণ করা কঠিন হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচের আগেই ভারত অধিনায়ককে কটাক্ষ পাক তারকার! আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল