সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় রস টেলর লিখেছেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমি সামোয়ার হয়ে খেলব। এটা শুধু ক্রিকেটে ফিরে আসা নয়, এটা আমার সংস্কৃতি, আমার শিকড় ও পরিবারের প্রতিনিধিত্ব করার বিষয়।” তিনি আরও জানান, তিনি খেলার মাধ্যমে নিজ অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নিতে চান এবং সামোয়ান ক্রিকেটে অবদান রাখতে চান।
advertisement
টেলর নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ১১২টি টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের হয়ে তিনি ২০২২ সালের শুরুতে শেষ ম্যাচ খেলেন। এপ্রিলে তিনি সামোয়ার হয়ে খেলার জন্য যোগ্যতা অর্জন করেন। তিনি পূর্বে ভেবেছিলেন কোচিংয়ের মাধ্যমে খেলায় অবদান রাখবেন, কিন্তু ফের খেলার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।
আরও পড়ুনঃ Asia Cup 2025: ধূসর চুল সঙ্গে কালো দাডি, এশিয়া কাপের আগে ঝড় তুলল হার্দিকের নিউ লুক
রস টেলর অক্টোবর মাসে ওমানে অনুষ্ঠিত হতে চলা এশিয়া-প্যাসিফিক টি২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারে মাঠে নামবেন। সামোয়া, ওমান ও পাপুয়া নিউ গিনি একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনটি গ্রুপের মধ্যে প্রতিটির শীর্ষ দুই দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা তিনটি দল ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে খেলবে, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।