এবার বিনোদ কাম্বলিকে নিয়ে ফের খারাপ খবর। শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় প্রাক্তন তারকা ক্রিকেটারকে মহারাষ্ট্রের ঠাণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল পুরোপুরি আশঙ্কা মুক্ত নন কাম্বলি। এমনটাউ জানিয়েছেন ডাক্তাররা।
অতিরিক্ত মদ্যপানের কারণই কাম্বলির শরীরের এই অবস্থা বলে জানা যায়। এর আগে ১৪ বার রিহ্যাবে যেতে হয়েছে তারকা ক্রিকেটারকে। এর আগে ২০১৩ সালে দুবার অস্ত্রোপচার হয় কাম্বলির। তখন চিকিৎসার ব্যয়ভার বহন করেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও তারপরও জীবন যাপনে কোনও পরিবর্তন আনেনি একদা চিনের সতীর্থ। জানা গিয়েছিব প্রস্রাবের সংক্রমণ রয়েছে কাম্বলির। মাসখানেক আগেও একবার সংজ্ঞা হারিয়েছিলেন।
advertisement
বিনোদ কাম্বলির শীরিরিক পরিস্থিতি দেখে সম্প্রতি ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটাররে তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আর্থিক পরিস্থিতিও বর্তমানে খুব একটা ভাল নয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। এরই মধ্যে ফের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ফের উদ্বেগ বাড়িয়েছে। সকলেই কান্বলির দ্রুত আরোগ্য কামনা করেছেন।