ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন শিখর ধাওয়ান। সেখানে দুজনকে একে অপরের দিকে কথা বলতে দেখা যায়। একইসঙ্গে চোখ মারতেও দেখা যায় প্রাক্তন ভারতীয় ওপেনারকে। ভিডিয়োটি পোস্ট করে ধাওয়ান লিখেছেন ‘গব্বর ইজ় ব্যাক’। এই ক্যাপশনের পরই তার ফ্যানেরা বলতে শুরু করেছেন শিখর ধাওয়ানের জীবনে নতুন করে প্রেম ফিরে এসেছে।
২০২৩ সালে প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শিখর ধাওয়ানের। তারকা ক্রিকেটারের পুত্র জোরাওয়ারও আয়েশার সঙ্গেই থাকেন। ছেলেকে যে মিস করেন তিনি সেই কতা কয়েক দিন আগেও জানিয়েছিলেন তিনি। একাকীত্ব ছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের জীবনে। তবে এবার নতুন করে জীবনে ‘বসন্ত’ আসায় খুশি বাঁ হাতি তারকা ব্যাটার।
advertisement
প্রসঙ্গত, যার সঙ্গে শিখর ধাওয়ানের প্রেম নিয়ে এত জল্পনা তার নাম সোফি শাইন। তিনি একজন আইরিশ। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শিখর ধাওয়ানের সঙ্গে একসঙ্গে স্টেডিয়ামে দেখা গিয়েছিল সোফি শাইনকে। সেই তখন থেকেই জল্পনা শুরু হয় তাদের প্রেম নিয়ে। এবার একসঙ্গে রিল দেখে সেই জল্পনায় ইতি টেনে শিখরই সম্পর্কে শীলমোহর দিলেন বলে মনে করছেন ফ্যানেরা।