পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টা ৩০ মিনিটে আকোটা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে এই দুর্ঘটনা ঘটে। জ্যাকব মার্টিন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে সজোরে ধাক্কা দেন। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়।
advertisement
ঘটনার পর আকোটা থানায় মার্টিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাঁর এমজি হেক্টর গাড়িটি বাজেয়াপ্ত করেছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। ২০১১ সালে মানব পাচারের অভিযোগে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।
আরও পড়ুনঃ IND vs NZ: একসঙ্গে দলে একগুচ্ছ বদল! চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের একাদশে মেগা চমক গম্ভীরের!
জ্যাকব মার্টিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খুব বেশি সফল ছিল না। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন। মোট ১০টি ওয়ানডে ম্যাচে তিনি মাত্র ১৫৮ রান করতে সক্ষম হন। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তিনি ১৩৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৯,১৯২ রান এবং ১০১টি লিস্ট এ ম্যাচে ২,৯৪৮ রান করেছেন।
