TRENDING:

Virat Kohli you vs you : আয়নার সামনে দাঁড়িয়ে কার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি ?

Last Updated:

Virat Kohli Instagram post you vs you in front of mirror goes viral. ইনস্টাগ্রামে কাকে উদ্দেশ্য করে নতুন বার্তা দিলেন কোহলি ? বিরাট কোহলি এই পোস্ট চাঞ্চল্য তৈরি করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিছু কথা বুঝে নিতে হয়। মুখে বলার প্রয়োজন হয় না। বুদ্ধিমানদের জন্য ইশারা কাফি। গত কয়েক মাস ভারতীয় ক্রিকেট যতটা না মাঠে খেলার জন্য শিরোনামে ছিল, তার চেয়ে বেশি শিরোনাম দখল করেছিল মাঠের বাইরের ইগোর লড়াই। বিবৃতি এবং পাল্টা বিবৃতি, ভারতীয় বোর্ডের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক- বিভিন্ন লেখালেখি, কয়েক কোটি টাকার নিউজপ্রিন্ট খরচ হয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ঝড় বয়ে গিয়েছে সেটা সকলেই জানেন।
বিরাট কোহলি এই পোস্ট চাঞ্চল্য তৈরি করেছে
বিরাট কোহলি এই পোস্ট চাঞ্চল্য তৈরি করেছে
advertisement

আরও পড়ুন - Manjrekar on Virat Kohli : অধিনায়ক হিসেবে সৌরভ এবং ধোনির থেকে অনেক পিছিয়ে বিরাট বলছেন মঞ্জরেকর

পেশাদারি মোরকের আড়ালে এ লড়াই কবে থামবে কেউ জানে না। তার মধ্যে একটা অন্যরকম ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা থেকে দু’টি সিরিজে হেরে ফিরেছে ভারত। টেস্ট নেতৃত্বও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এমন অবস্থায় কী ভাবছেন তিনি? রবিবার একটি ছবি পোস্ট করেন বিরাট। সেই ছবিতে দেখা যাচ্ছে আয়নার দিকে তাকিয়ে রয়েছেন তিনি।

advertisement

ছবির সঙ্গে লেখা, লড়াই সব সময় নিজের সঙ্গে। নিজের মনের মধ্যেই লড়াই করতে হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। সেই কথাই কি তুলে ধরলেন তিনি? না কি বোঝাতে চাইলেন তার সঙ্গে লড়াই করার যোগ্যতা নেই অন্য কারো। পরিসংখ্যানের বিচারে ভারতের সর্বকালের সফল টেস্ট অধিনায়ক তিনি। কি বোঝাতে চেয়েছেন, সেটা তিনি নিজেই জানেন।

advertisement

কিন্তু ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন ক্রিকেট মহানায়কের এই ছবি দেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ধরনের ক্রিকেটে আর নেতৃত্ব দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বিরাট। এরপর এক দিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট দাবি করেন বোর্ডের পক্ষ থেকে তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়নি।

advertisement

কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তিনি নিজে বিরাটকে নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। এর পরেই ভারতীয় ক্রিকেটে শুরু হয় বিতর্ক। অনেকের মতে এর প্রভাব ভারতীয় দলের সাজঘরেও পড়েছে। টেস্ট ক্রিকেটে নেতৃত্বও ছেড়ে দেন তিনি। সেই সফর থেকে ফিরে এসেই নিজের সঙ্গে লড়াই করার কথা বললেন বিরাট।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এখন দলে সাধারন ক্রিকেটার হিসেবে আছেন তিনি। অনেকে মনে করেন ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করা এখন অনেক সহজ হয়ে যাবে বিরাট কোহলির। প্রায় দুই বছর ধরে না পাওয়া শতরান হয়তো পেয়ে যাবেন। ঘরের মাঠে রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো সিরিজেই খেলবেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli you vs you : আয়নার সামনে দাঁড়িয়ে কার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল