পেশাদারি মোরকের আড়ালে এ লড়াই কবে থামবে কেউ জানে না। তার মধ্যে একটা অন্যরকম ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা থেকে দু’টি সিরিজে হেরে ফিরেছে ভারত। টেস্ট নেতৃত্বও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এমন অবস্থায় কী ভাবছেন তিনি? রবিবার একটি ছবি পোস্ট করেন বিরাট। সেই ছবিতে দেখা যাচ্ছে আয়নার দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
advertisement
ছবির সঙ্গে লেখা, লড়াই সব সময় নিজের সঙ্গে। নিজের মনের মধ্যেই লড়াই করতে হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। সেই কথাই কি তুলে ধরলেন তিনি? না কি বোঝাতে চাইলেন তার সঙ্গে লড়াই করার যোগ্যতা নেই অন্য কারো। পরিসংখ্যানের বিচারে ভারতের সর্বকালের সফল টেস্ট অধিনায়ক তিনি। কি বোঝাতে চেয়েছেন, সেটা তিনি নিজেই জানেন।
কিন্তু ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন ক্রিকেট মহানায়কের এই ছবি দেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ধরনের ক্রিকেটে আর নেতৃত্ব দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বিরাট। এরপর এক দিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট দাবি করেন বোর্ডের পক্ষ থেকে তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়নি।
কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তিনি নিজে বিরাটকে নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। এর পরেই ভারতীয় ক্রিকেটে শুরু হয় বিতর্ক। অনেকের মতে এর প্রভাব ভারতীয় দলের সাজঘরেও পড়েছে। টেস্ট ক্রিকেটে নেতৃত্বও ছেড়ে দেন তিনি। সেই সফর থেকে ফিরে এসেই নিজের সঙ্গে লড়াই করার কথা বললেন বিরাট।
এখন দলে সাধারন ক্রিকেটার হিসেবে আছেন তিনি। অনেকে মনে করেন ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করা এখন অনেক সহজ হয়ে যাবে বিরাট কোহলির। প্রায় দুই বছর ধরে না পাওয়া শতরান হয়তো পেয়ে যাবেন। ঘরের মাঠে রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো সিরিজেই খেলবেন তিনি।