গম্ভীরের কোচিং কেরিয়ার সাদা ও লাল বলের ফরম্যাটে একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাদা বলের ক্রিকেটে তিনি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন—ভারত তাঁর অধীনে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং এখনও পর্যন্ত কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ হারেনি। তবে টেস্ট ক্রিকেটে পরিস্থিতি উদ্বেগজনক। গম্ভীরের কোচিংয়ে ভারত ঘরের মাঠে দু’বার হোয়াইটওয়াশ হয়েছে, যা দেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন। গত দেড় বছরে টেস্ট ও অন্যান্য লাল বলের আন্তর্জাতিক ম্যাচে জয়ের তুলনায় হারের সংখ্যাই বেশি।
advertisement
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পানেসার বলেন, “এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল দুর্বল—এটাই বাস্তবতা।” তাঁর মতে, তিনজন বড় ও অভিজ্ঞ খেলোয়াড় অবসর নেওয়ার পর নতুন ও তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটারদের মানিয়ে নিতে সময় লাগছে। শক্ত ভিতের একটি টেস্ট দল গড়ে তুলতে ধাপে ধাপে কাজ করা জরুরি, যা রনজি ট্রফির মতো প্রতিযোগিতায় কোচিং করলে শেখা সম্ভব।
আরও পড়ুনঃ KKR News: ১৯টি চার, ৯টি ছয়, ২৩৬ রান, বিধ্বংসী ব্যাটিং কেকেআর তারকার, লক্ষ্য ওডিআই টিম ইন্ডিয়া
এই পরিস্থিতির মধ্যেই জোরালো গুঞ্জন উঠেছে যে বিসিসিআই গম্ভীরের প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণের সঙ্গে টেস্ট দলের কোচ হওয়া নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে। যদিও বোর্ড এই খবর সম্পূর্ণ অস্বীকার করেছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, এই সব খবর ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। তবুও গম্ভীরের টেস্ট কোচ হিসেবে ভবিষ্যৎ এবং ভারতীয় লাল বলের ক্রিকেটের দিশা নিয়ে আলোচনা চলছেই।
