জম্বু কাশ্মীর থেকে বিসিসিআই-তে প্রতিনিধিত্ব করছেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ভারতীয় এ দল, আইপিএল ও দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি।
নতুন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস৷
সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিসিসিআই-এর সভাপতি পদে বসতে চলেছেন মিঠুন৷ রবিবার অর্থাৎ আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি। সিএবি থেকে সৌরভ এবং পঞ্জাব থেকে হরভজন সিং-এর মতো প্রাক্তন ক্রিকেটার এবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করলেও তাঁদের নাম সভাপতি পদে ভাবা হল না।
advertisement
মিঠুনের সঙ্গে বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন ভারতের হয়ে দুটি টেস্ট খেলা কর্ণাটকের প্রতিনিধি রঘুরাম ভাট। রঘুরামকে সম্ভবত কোষাধক্ষ্য করা হচ্ছে। রাজীব শুক্ল সহ-সভাপতি থাকবেন। আইপিএল গভর্নিং কমিটি চেয়ারম্যান পদে থেকে যাচ্ছেন অরুণ সিং ধুমাল।