প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংও বড় ধাক্কা খায় ইংল্যান্ডের পেস বোলিং ব্রিগেডের সামনে। জোফ্রা আর্চার ও বেন স্টোকসের দুর্দান্ত বোলিং অজি ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে ধাক্কা দেন জোফ্রা আর্চার। অধিনায়ক বেন স্টোকস দিনের শেষ ভাগে দুর্দান্ত এক স্পেল করে মাত্র ৩০ বলে পাঁচটি উইকেট তুলে নেন। ফলে ১২৩ রানে নয় উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া। স্টাম্পস হওয়ার আগে যদি আরও এক-দুই ওভার থাকত, তবে অজিরা অলআউট হয়ে যেতে পারত বলেও ধারণা করা হচ্ছে।
advertisement
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণেও নেতৃত্ব দেন অভিজ্ঞ মিচেল স্টার্ক। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের অনুপস্থিতিতে স্টার্ক একাই বল হাতে দায়িত্ব কাঁধে তুলে নেন এবং ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স (৭–৫৮) উপহার দেন। যদিও পূর্বে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬–৯ করা স্পেলটির জন্য আলোচিত ছিলেন, কিন্তু পার্থের মঞ্চে তার নতুন বোলিং ফিগার সেই রেকর্ডকেও ছাড়িয়ে যায়।
দিনের খেলা শেষে ম্যাচের অবস্থান অনেকটাই ইংল্যান্ডের নিয়ন্ত্রণে বলে মনে করা হচ্ছে। প্রথমে ব্যাটিং ব্যর্থতা সামলে অস্ট্রেলিয়ার নয়টি উইকেট তুলে নেওয়ায় মোমেন্টাম ইংল্যান্ডের দিকেই ঝুঁকে গেছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হলে ম্যাচের রূপ আরও স্পষ্ট হয়ে উঠবে, তবে প্রথম দিনের নাটকীয় উত্তেজনা অ্যাশেজ সিরিজের প্রতিদ্বন্দ্বিতাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
আরও পড়ুনঃ IND vs SA: বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা! টেস্ট ও ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন বড় ম্য়াচ উইনার
এবারের অ্যাসেজের প্রথম দিনের খেলা জায়গা করে নিল ইতিহাসের পাতায়। ১১৬ বছর পর প্রথমবার অ্যাসেজে একদিনে ১৮ বা তার বেশি উইকেট পড়ল। শেষবার অ্যাসেজে এমন ঘটনা ঘটেছিল ১৯০৯ সালে। সেবার ১৪৭ রানে অবআউট হয়ে গিয়েছিল অজিরা। জবাবে ইংল্যান্ড ১১৯ রানে গুটিয়ে গিয়েছিল।
