TRENDING:

গুরু-শিষ্যের পুনর্মিলন! জুভেন্তাসের পথে জিদান

Last Updated:

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতানোর পরেই স্প্যানিশ ক্লাবকে টাটা-বাই বাই করে দিয়েছিলেন জিনেদিন জিদান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিলান: রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতানোর পরেই স্প্যানিশ ক্লাবকে টাটা-বাই বাই করে দিয়েছিলেন জিনেদিন জিদান ৷ তবে গন্তব্য কী সেটা নিয়ে খুব বেশি খোজ খবর পাওয়া যায়নি ৷
advertisement

তবে ইতালিয়ান সংবাদ মাধ্যম দাবি করছে তারকা কোচ আসতে চলেছেন জুভেন্তাসে ৷ অর্থাৎ রোনাল্ডো ও জিদান একই ক্লাবে ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ৷ ১৭ বছর আগে জুভেন্তাসের জার্সি গায়ে খেলতেন জিদান ৷ ৬৪.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে জিজু এসেছিলেন তদানীন্তন রিয়াল মাদ্রিদে ৷

আরও পড়ুন - অস্ত্রোপচারের পথে ঋদ্ধি, সিদ্ধান্ত সপ্তাহের শেষে, পাশে থাকার আহ্বান

advertisement

তবে কোচ হিসেবে আসবেন না জিদান ৷ কোচ ফ্যাবিও প্যারাতিসি থাকবেন কোচ হিসেবে আর জিনেদিন জিদান থাকবেন স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ৷ অক্টোবর মাস থেকে কাজ শুরু করবেন জিদান ৷  জুভেন্তাসে ৫ বছরে ২০৯ টি ম্যাচ খেলেছিলেন ফরাসি তারকা স্ট্রাইকার ৷ ১৯৯৬ থেকে ২০০১ দু‘বার সিরি এ চ্যাম্পিয়ন হয়েছিল জুভেন্তাস ৷ আর গোল করেছিলেন ৩১ টি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক করেছে রোনাল্ডো-জিদান জুটি ৷ এবার চতুর্থবারের লক্ষ্যে জার্সি বদল গুরু-শিষ্য-র ৷ ১৯৯৬-র পর আর চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি জুভেন্তাস ৷ আর তাই ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যেই এই বড় বদলের পথে ইতালিয়ান জায়ন্টরা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
গুরু-শিষ্যের পুনর্মিলন! জুভেন্তাসের পথে জিদান