অস্ত্রোপচারের পথে ঋদ্ধি, সিদ্ধান্ত সপ্তাহের শেষে, পাশে থাকার আহ্বান

Last Updated:
#কলকাতা : আঙুলের চোটের কারণে ইংল্যান্ডে-র বিরুদ্ধে টেস্ট দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের এক নম্বর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ৷ কিন্তু এই বিশ্রামের সময়ে ঋদ্ধির চোট আরও মারাত্মক দিকে ঘুরে গেছে ৷ আর তারই জেরে অন্তত মাস তিনেকে-র জন্য মাঠের বাইরে ঋদ্ধি ৷
এই মুহূর্তে কাঁধের বড়রকমের অসুবিধার মধ্যে রয়েছেন বাংলার ‘পপসি’৷ চোট সারিয়ে ওঠার জন্য এনসিতে রয়েছেন বাংলার ছেলে ৷ কাঁধে অস্ত্রোপচার ছাড়া কোনও উপায় নেই ৷ এই অবস্থায় বছর শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাও অনিশ্চিত ঋদ্ধিমানের ৷
সূত্রের খবর ,‘‘ এনসিএ-তে থাকাকালীন ঋদ্ধি-র বুড়ো আঙুলের চোট সেরে গেছে, কিন্তু কাঁধের চোট ভীষণভাবে বেড়ে গেছে ৷ এমনকি চোটের বাড়াবাড়ির কারণে কাঁধের সঞ্চালনও ভীষণভাবে প্রভাবিত হচ্ছে ৷ এই অবস্থায় অস্ত্রোপচারই একটা পথ ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহের শেষে হবে ৷ ফলে তাঁর মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে ৷ ’’
advertisement
advertisement
এদিকে এর মধ্যে বিসিসিআই চটেছে জোরদার ৷ তাদের মতে ঋদ্ধির চোট সারাতে গিয়ে ঘেঁটে ফেলেছে এনসিএ ৷ একমাত্র অস্ত্রোপচার হলেই এই চোট কাটিয়ে উঠতে পারবেন ঋদ্ধি , এমনটাই মত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ৷
advertisement
এই খারাপ সময়ে সকলে যেন ঋদ্ধির পাশে থাকেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋদ্ধি ও তাঁর স্ত্রী রোমি মিত্র ৷
Cap_2
Cap
বাংলা খবর/ খবর/খেলা/
অস্ত্রোপচারের পথে ঋদ্ধি, সিদ্ধান্ত সপ্তাহের শেষে, পাশে থাকার আহ্বান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement