তবে এমনটা যে হবে, তা আগের থেকেই আন্দাজ করতে পেরেছিলেন দর্শকরা ৷ তাই বিড়ালটিকে ধরার জন্য প্রত্যেকেই প্রস্তুত ছিলেন নিচের গ্যালারিতে ৷ আমেরিকার একটি জাতীয় পতাকা অনেকে মিলেই ধরে দাঁড়িয়ে ছিলেন নিচে ৷ বিড়ালটি ঠিক তার উপরেই গিয়ে পড়ে ৷ এবং ট্রাঙ্কুইলে বাউন্স করার মতো হলেও এক ব্যক্তি বিড়ালটিকে এরপর ধরে নেন ৷ এভাবেই প্রাণে বেঁচে যায় বিড়ালটি ৷
advertisement
আরও পড়ুন-JEE Advanced 2021: আজ থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন, জেনে নিন তার পদ্ধতি বিষয়ে বিশদে
বিড়ালটি ঝুলে থাকতে দেখেই খেলা ভুলে সকলের মন পড়ে ছিল সেদিকেই ৷ কীভাবে বিড়ালটিকে বাঁচানো যায়, সবাই সেটাই ভাবছিলেন ৷ কিন্তু অত উঁচুতে ঝুলে থাকা বিড়ালটিকে সেখান থেকে নামিয়ে আনা সম্ভব ছিল না ৷ প্রত্যেকে তাই বিড়ালটির নিচে পড়ার অপেক্ষায় ছিলেন ৷ এর জন্য আগের থেকেই নিচের গ্যালারিতে আমেরিকার জাতীয় পতাকা ধরে রাখা হয়েছিল ৷ বিড়ালটি নীচে পড়তেই সেটিকে সবাই মিলে বাঁচিয়ে নেন দর্শকরা ৷