পল পোগবা ইসলাম গ্রহণ করেছেন। তা ছাড়া বছর কয়েক আগে পোগবা প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি একেবারেই অ্যাহকোহলের সেবন করেন না। যদিও প্রকাশ্যে ধূমপান করে পোগবা বহুবার বিতর্কের কেন্দ্রে ছিলেন। তবে সেসব অতীত। ইসলাম গ্রহণ করার পর যে কোনওরকম নেশাদ্রব্য থেকে দূরে থাকেন বলে দাবি করেছিলেন পোগবা। চলতি ইউরোতে জার্মানি–ফ্রান্স ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বিয়ারের বোতল সরিয়ে রেখেছিলেন পোগবা। সেই বিয়ার প্রস্তুতকারক সংস্থা আবার এবারের ইউরো অন্যতম স্পনসর। প্রথমে রোনাল্ডো, তার পর পোগবা, পর পর দুই ঘটনার পর এবার নড়চড়ে বসল উয়েফা। চলতি ইউরোয় কোল্ড ড্রিঙ্ক ও বিয়ারের বোতল নিয়ে সমস্যার জেরে এবার বড় সিদ্ধান্ত নিল ইউরোর আয়োজকরা।
advertisement
উয়েফার তরফে জানানো হয়েছে, মুসলিম ফুটবলারা অনুরোধ করলে 'ইউরো ২০২০'–র সংবাদ সম্মেলনের টেবিলে আর বিয়ারের বোতল রাখা হবে না। উয়েফার মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এই ব্যাপারে মুসলিম ফুটবলারদের মতামত জানতে চাইবেন। তাঁরা যদি বলেন, সাংবাদিক সম্মেলনে আর বিয়ারের বোতল থাকবে না তা হলে সেটাই হবে। উয়েফা জানিয়েছে, এমন সিদ্ধান্তে স্পনসর সংস্থাও কোনও আপত্তি জানায়নি। রোনাল্ডোর জন্য কোকা কোলার আর্থিক ক্ষতি হলেও পোগবার জন্য বিয়ার প্রস্তুতকারক সংস্থার কোনও ক্ষতি হয়েছে বলে এখনও জানা যায়নি।