গ্রুপ পর্বে বেলজিয়াম খুবই ভালো খেলেছে ৷ নিজেদের তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে তারা৷ অন্যদিকে গ্রুপ অফ ডেথে ফ্রান্স , জার্মানি, হাঙ্গেরির সঙ্গে কঠিন লড়াইয়ে শেষ ষোলর টিকিট পর্তুগালের৷ পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সামনে থেকে লড়েছেন৷ তৈরি করেছেন গোলের নতুন নজির৷ তিনি ইউরো ২০২০ (Euro 2020) সর্বোচ্চ গোলস্কোরার৷ তিনি ফ্রান্সের বিরুদ্ধে ২ টি গোল করেন৷ তাতে আন্তর্জাতিক ম্যাচে তাঁর মোট গোল হল ১০৯৷ ইরানের স্ট্রাইকার আলি দেইয়ের সঙ্গে সম সংখ্যক গোল তাঁর৷
advertisement
বেলজিয়ামে চোট থেকে ফিরেছে ইডেন হ্যাজার্ড৷ যা শেষ ১৬ -র ম্যাচের আগে তাঁদের বড় চান্স৷ পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস বেলজিয়ামকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ তবে ডেনমার্কের বিরুদ্ধে যেভাবে পিছন থেকে ফিরে এসেছে তা বলেছেন৷ ফিফা ক্রমতালিকার এক নম্বর দল ৬ বার এরকম হয়েছে৷
যে কোনও বড় টুর্নামেন্টে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও পর্তুগাল৷
শেষ পাঁচ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে অপরাজিত রয়েছে পর্তুগাল৷
শেষ পাঁচটি ইউরোপিয় টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনে বেলজিয়াম পৌঁছেছে৷
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বোচ্চ গোলকারী ইউরোপিয় প্লেয়ার৷
কেভিন ডে ব্রুয়েন ১৩৪ মিনিট খেলে তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন৷ তিনি একটি গোল করেছেন , ২ টি তে সাহায্য করেছেন৷
এ পর্যন্ত দুটি দল ১৮ বার মুখোমুখি হয়েছে৷ পর্তুগাল ৬ বার জিতেছে, আর বেলজিয়াম ৫ বার জিতেছে৷ ৭টি ম্যাচ ড্র হয়েছে৷