চেক প্রজাতন্ত্রের (Czech Republic) মিড ফিল্ডার অ্যালেক্স কার্ল (Alex Kral) এই অদ্ভুত প্লেন খারাপের খবর ও ছবি ট্যুইট করেছেন৷ এরকম অদ্ভুত কারণে প্লেনই উড়ল না এটাই বিশ্বাস করতে পারছেন না প্লেয়াররা৷ নিজের ট্যুইটে তিনি লিখেছেন, ‘‘ আমি লেট বিমান দেখেছি, বিমান পিছিয়ে দেওয়া দেখেছি, এমনকি করোনা ভাইরাসের জেরে বিমান বাতিলের মতো ঘটনাও দেখেছি৷ ’’ তবে এরকম আজব কারণে (bizarre defect) বিমান বাতিলে সকলে অবাক৷
advertisement
স্পার্টাক মস্কোর ফুটবলার আরও জানিয়েছেন, ‘‘ভুল করে একটি উদ্ধারকার্যের স্লাইড থাকায় প্লেন ওড়েনি এই প্রথমবার হল৷ ’’
এই উদ্ধারকারী স্লাইডের বাইরের ও ভিতর দুই দিক থেকেই ছবি দিয়েছেনতিনি এর সঙ্গে তাঁর দেওয়া হ্যাশট্যাগ , "slidesandjumpingcastles" ৷ তিনি ইয়ার্কির ছলে এই ছবি পোস্ট করলেও টিম ম্যানেজমেন্ট এত হাসিচ্ছলে এই বিষয়টি নেননি৷
চেক প্রজাতন্ত্রের দলের মুখপাত্র পেত্র সেডিভি জানিয়েছেন, ‘‘ প্রযুক্তিগত অসুবিধার কারণে বুদাপেস্টে বিকেলের নির্ধারিত সময়ে চেক প্রজাতন্ত্রে যেতে পারেনি৷’’
স্কটল্যান্ডের কঠোর করোনা ভাইরাস নীতি প্রাগে ছিল তারা৷ শনিবার দুপুরে দল অনুশীলন করতে হয়েছে৷ এই দুই দলের মধ্যে যে জিতবে সে ৩ জুলাই কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে খেলবে৷