TRENDING:

Villarreal vs Man Utd UCL : স্পেনের মাঠে আজ অগ্নিপরীক্ষা রোনাল্ডোর ম্যান ইউয়ের, কঠিন লড়াই বার্সিলোনারও

Last Updated:

UEFA champions league big challenge for Cristiano Ronaldo Manchester United. চাকরি খুইয়েছেন কোচ ওলে গানার সোলকজার। অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন মাইকেল ক্যারিক। এই পরিস্থিতিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-এফ’এর ফিরতি পর্বের ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ম্যান ইউয়ের ভরসা রোনাল্ডো এবং বার্সেলোনার ভরসা ডিপে
ম্যান ইউয়ের ভরসা রোনাল্ডো এবং বার্সেলোনার ভরসা ডিপে
advertisement

আরও পড়ুন - India New Zealand spinners : টেস্টে অশ্বিন, জাদেজাদের ঘূর্ণির জবাব দিতে কিউইদের ভরসা আজাজ, স্যান্টনাররা

এই পরিস্থিতিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-এফ’এর ফিরতি পর্বের ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চার ম্যাচে সাত পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। মঙ্গলবার জিতলেই নক-আউটে জায়গা নিশ্চিত হবে ডেভিড ডি গিয়াদের। উল্লেখ্য, প্রথম পর্বে রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে হেরেছিল স্পেনের ক্লাবটি। এই ম্যাচেও সিআরসেভেনই অন্যতম ভরসা ম্যান ইউয়ের।

advertisement

জানা গিয়েছে, চোটের জন্য পল পোগবা ও রাফায়েল ভারানে এই ম্যাচে নেই। এছাড়া করোনায় আক্রান্ত ম্যাসন গ্রিনউড। অ্যাওয়ে ম্যাচে রক্ষণ জমাট রেখেই আক্রমণে উঠতে চাইছেন কোচ ক্যারিক। উল্লেখ্য, শেষ সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের অষ্টম স্থানে রয়েছে ম্যান ইউ (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)। ঘরের মাঠে ভিয়ারিয়াল তাই প্রতিপক্ষকে বেগ দিতে প্রস্তুত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যতই হোক, নিজের ফুটবল জীবনের শেষ পর্যায়ে এসে পড়েছেন। সব ম্যাচে একা তিনি দলকে জেতাবেন, সেটা আশা করা অন্যায়।

advertisement

একটা দল হিসেবে খেলতে না পারলে ইউনাইটেডের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ তলানিতে যাবে। গ্রুপ-ই’এর ফিরতি পর্বে ক্যাম্প ন্যু’তে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম পর্বে পর্তুগালের দলটি জিতেছিল ৩-০ ব্যবধানে। তবে জাভির হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বার্সা। লা লিগার অভিষেক ম্যাচে জয়ের স্বাদ পাওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস সের্গিও বুস্কেতস-মেম্ফিস ডিপেদের হেডস্যারের।

advertisement

তবে চোট সমস্যা চিন্তায় রাখছে জাভিকে। অনিশ্চিত পেড্রি, আনসু ফাতি, ওসুমানে ডেম্বেলে। পর্তুগালের দলটি গতিতে এগিয়ে। তাছাড়া বড় ব্যবধানে পিছিয়ে থাকা, আজ ফিরতি লেগে সেই ব্যবধান মুছে ফেলা কঠিন চ্যালেঞ্জ বার্সেলোনার। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে দুর্বল ডায়নামো কিয়েভের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে কোনমতে জয় পেয়েছিল জাভির বার্সেলোনা। তাই আজ নিজেদের ঘরের মাঠে পারফরম্যান্স আরও ভাল করতে হবে কাতালান ক্লাবকে।

advertisement

ভিয়ারিয়াল বনাম ম্যান ইউ ( আজ রাত ১১:১৫)

বার্সেলোনা বনাম বেনফিকা ( আজ রাত ১:৩০)

বাংলা খবর/ খবর/খেলা/
Villarreal vs Man Utd UCL : স্পেনের মাঠে আজ অগ্নিপরীক্ষা রোনাল্ডোর ম্যান ইউয়ের, কঠিন লড়াই বার্সিলোনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল