গত বৃহস্পতিবার ইউএই-র বিরুদ্ধে ম্যাচটি হাড্ডাহাড্ডি হয়েছে৷ বিশ্বমানের খেলা দেখিয়েছে ভারতীয় দল৷ ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই ম্যাচের আগে জন্তুকে যেভাবে খাঁচায় বন্দি রাখা হয়, সে ভাবেই ভারতীয় দর্শকদের বন্দি রাখা হয়েছে৷
advertisement
খালিজ টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, এক ব্যক্তি হাতে লাঠি নিয়ে ওই দর্শকদের খাঁচার মধ্যে জিগ্গেস করছে, তোমরা কাকে সমর্থন করবে, ভারত না ইউএই? খাঁচার মধ্যে থেকে ভারতীয় দর্শকরা বলছেন, ভারতকে সমর্থন করবেন তাঁরা৷ ব্যক্তিটি রেগে গিয়ে বলল, এটা ঠিক নয়৷ ইউএই-তে থাকলে এই দেশকেই সমর্থন করতে হবে মাঠে৷ তারপর যখন সকলে মিলে বললেন, তাঁরা ইউএই-কে সমর্থন করবেন, তখন খাঁচার দরজা খুলে দেওয়া হল৷
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়েছে অনেকে৷ কিন্তু ওই ব্যক্তির কথায়, 'ওরা গত ২২ বছর ধরে আমার কাছে কাজ করছে৷ আমার লোক৷ আমি স্রেফ মজা করছিলাম৷'