TRENDING:

Euro 2020 : বিশেষ সানগ্লাস চোখে অনুশীলন সুইস গোলরক্ষকদের, কেন ?

Last Updated:

গা ঘামানোর সময় গোলরক্ষকদের চোখে সানগ্লাস কি কেউ দেখেছেন ? অধিকাংশ ব্যক্তি সম্ভবত দেখেননি। চলতি ইউরো কাপে প্রস্তুতি পর্বে সুইজারল্যান্ডের দুর্গপ্রহরীরা রোদচশমা পরেই শূন্যে শরীর ছুঁড়ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তবে গা ঘামানোর সময় গোলরক্ষকদের চোখে সানগ্লাস কি কেউ দেখেছেন ? অধিকাংশ ব্যক্তি সম্ভবত দেখেননি। চলতি ইউরো কাপে প্রস্তুতি পর্বে সুইজারল্যান্ডের দুর্গপ্রহরীরা রোদচশমা পরেই শূন্যে শরীর ছুঁড়ছেন। জাতীয় দলের গোলরক্ষক কোচ প্যাট্রিক ফোলেত্তির পরামর্শেই এই আয়োজন। জাপানি সংস্থা ভিশনআপের তৈরি এই সানগ্লাস পরলে গোলরক্ষকদের রিফ্লেক্স বাড়ে। অন্তত ১৫ মিনিটের জন্য যা চোখে দিয়ে অনুশীলন করলে, আট সপ্তাহের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে বলেই দাবি এই সংস্থার।

advertisement

উল্লেখ্য, সুইজারল্যান্ড গোলরক্ষকদের পাশাপাশি বিভিন্ন অ্যাথলিটরা এই বিশেষ সানগ্লাস ব্যবহার করে থাকেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য চেক প্রজাতন্ত্রের সোনা জয়ী শ্যুটার ডেভিড কোস্টেলেকি, জাপানের মহিলা টেনিস খেলোয়াড় উকিনা সাইগো প্রমুখ। জানা গিয়েছে, একটি সানগ্লাসের মূল্য প্রায় ৩৫৭ ইউরো (ভারতীয় মুদ্রায় সাড়ে ৩১ হাজার টাকা)। গোলরক্ষকদের ক্ষেত্রে ‘হ্যান্ড-আই কম্বিনেশন অত্যন্ত জরুরি। বিভিন্ন কোচ অনুশীলনে নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্গপ্রহরীদের নিখুঁত করে তোলার চেষ্টায় থাকেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

তবে সুইস গোলরক্ষকদের এই সানগ্লাস ব্যবহার অনেককেই তাক লাগিয়ে দিয়েছে। ২০১৭ সাল থেকে অনুশীলনে যা ব্যবহার করেন ইয়ান সোমের-ইভন ভোগোরা। চলতি ইউরো কাপেও যে অভ্যাসে বদল ঘটেনি। আগামী সোমবার প্রি কোয়ার্টার-ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। তার আগে অনুশীলনে গোলরক্ষকদের এই সানগ্লাস পরে ট্রেনিং করালেন প্যাট্রিক ফোলেত্তি। তবে মাঠে নেমে গোলপোস্টের তলায় দাঁড়িয়ে বিপক্ষ ফুটবলারদের প্রচেষ্টা কতটা সামাল দিতে পারেন সুইস গোলরক্ষকরা তার উত্তর পাওয়া যাবে আর এক দিনের ভিতরেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 : বিশেষ সানগ্লাস চোখে অনুশীলন সুইস গোলরক্ষকদের, কেন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল