বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রায় একপেশে একটা ম্যাচ জিতল ভারত ৷ ম্যাচের ফল মেন ইন ব্ল’দের পক্ষে ৪-১ ৷ এই নিয়ে চতুর্থবার এশিয়া কাপের মূলপর্বে খেলবে ভারত। শেষবার মেন ইন ব্ল’রা এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছিল ২০১১ সালে ৷ ১৯৬৪, ১৯৮৪ ও ২০১১-র পরে আবার ২০১৯-এ খেলার ছাড়পত্র পেল ভারত।
advertisement
একটি আত্মঘাতী গোল ছাড়াও ভারতের হয়ে এদিন গোলগুলি করেন রাওলিন বর্জেস, সুনীল ছেত্রী এবং জেজে ৷ প্রথমার্ধে খেলার স্কোর ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হয় ৷
কেরিয়ারের ৫৫ তম গোল করে সুনীল ছেত্রী বলেন, ‘‘এটা আমাদের কাছে স্বপ্নের টুর্নামেন্ট। যেখানে এশিয়ার সেরা দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করে। গতবার এশিয়া কাপে উঠতে না পেরে খুব আফসোস হয়েছিল। তার পর থেকে এই দিনটার স্বপ্ন চোখে নিয়েই খেলছিলাম। সেই স্বপ্ন সত্যি হল।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2017 3:24 PM IST