TRENDING:

ভারতীয় ফুটবলারদের খেলায় আমি গর্বিত: কনস্টানটাইন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শারজা: শেষ মুহূর্তের পেনাল্টিতে গোল হজম ৷ আর তাতেই কোটি কোটি ভারতীয় সমর্থকদের স্বপ্নভঙ্গ ৷ এশিয়ান কাপে সোমবার শারজায় ইতিহাস সৃষ্টি করার এত কাছাকাছি পৌঁছে গেলেও শেষপর্যন্ত তা হল না ৷ বাহরিনের কাছে ০-১ গোলে হেরে বিদায় সুনীলদের ৷
advertisement

ম্যাচ হারার পরই ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেন স্টিফেন কনস্টানটাইন ৷ বাহরিনের বিরুদ্ধে ব্রিটিশ কোচের রক্ষণাত্মক স্ট্র্যাটেজিই সমালোচিত হয়েছে ৷ থাইল্যান্ড এবং আমিরশাহির বিরুদ্ধে আগের ম্যাচগুলিতে সুনীলরা যে খেলাটা খেলেছিলেন, এদিন তার ছিটেফোঁটাও দেখা যায়নি ৷ কেন বাহরিনের বিরুদ্ধে শুরু থেকেই ভারত রক্ষণাত্মক হয়ে গেল সেই প্রশ্ন উঠছেই।

advertisement

আরও পড়ুন--AFC Asian Cup 2019: শেষ মিনিটের পেনাল্টিতে স্বপ্নভঙ্গ, বাহরিনের কাছে হেরে বিদায় ভারতের

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কোচের পদ থেকে পদত্যাগ ঘোষণার সময় কনস্টানটাইন জানান, ‘‘শেষ মুহূর্তে এ ভাবে পেনাল্টিতে হেরে খারাপ লাগছে। প্রথম দুই ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেছিল ছেলেরা। এ দিন তা হয়নি ৷ ভারতীয় দলের সঙ্গে আমি গত চার বছর ধরে যুক্ত ৷ প্রথম দিন থেকেই আমার একটাই লক্ষ্য ছিল এশিয়ান কাপে কোয়ালিফাই করা ৷ সেটা আমি করতে পেরেছি ৷ এমনকী, অনেক রেকর্ডও আমরা ভাঙতে পেরেছি ৷ ভারতীয় দলের ফুটবলাররা যা দিয়েছে তার জন্য আমি গর্বিত ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কনস্টানটাইন আরও বলেন, ‘‘ আমরা ড্র করার জন্য এদিন খেলতে নামিনি ৷ বাহরিন যদিও প্রথম থেকেই গোল করার জন্য ঝাঁপিয়েছিল ৷ অনভিজ্ঞতার জন্যও কিছুটা ভুগতে হয়েছে আমাদের দলকে ৷ আমরা খুব বেশি ডিফেন্স করতে গিয়ে শেষপর্যন্ত শাস্তিটা পেলাম ৷ যদিও আমি মনে করি আমাদের ভাগ্য এদিন সহায় ছিল না ৷ নব্ববই মিনিট পর্যন্ত ওদের আটকে দিয়ে শেষমুহূর্তে গোলটা হজম করলাম ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় ফুটবলারদের খেলায় আমি গর্বিত: কনস্টানটাইন