TRENDING:

চুল না চাউমিন ! এ কীরকম হেয়ারস্টাইল নেইমারের

Last Updated:

চুলের বাহারি ছাঁটের জন্য এমনিতেই বিখ্যাত নেইমার। কিন্তু এবার এ কী করলেন ওয়ান্ডার কিড ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রস্তোভ: রাশিয়া বিশ্বকাপ ক্রমেই অঘটনের বিশ্বকাপ হওয়ার পথে ৷  অন্তত ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিদের প্রথম ম্যাচগুলি দেখে তেমনটাই মনে হচ্ছে ৷ কিন্তু এর মধ্যেই মেসির পর আরেক মহাতারকা নেইমারের খেলা দেখে হতাশ ফুটবলপ্রেমীরা ৷ তবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রবিবার ব্রাজিলের ড্র করাই শুধু নয় ৷ টুইটার উপচে পড়েছে আরও একটা বিষয় নিয়েও ৷ সেটা হল নেইমারের চুল !
advertisement

ব্রাজিলের দলের প্রধান স্তম্ভ নেইমার এমন এক হেয়ারস্টাইল এবার করেছেন ৷ যা দেখে হাসির রোল উঠেছে ৷ রবিবার খেলতে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের হেয়ারস্টাইল নিয়ে ট্রোলড হতে হল ব্রাজিলীয় তারকাকে ৷

চুলের বাহারি ছাঁটের জন্য এমনিতেই বিখ্যাত নেইমার। কিন্তু এবার এ কী করলেন ওয়ান্ডার কিড ? তাঁর নতুন হেয়ার স্টাইল দেখে এমনই প্রশ্ন নেইমার-ভক্তদের মধ্যে। এ চুল না নুডল বা স্প্যাগেটি !

advertisement

চুল পুরো সোনালি রং করে ফেলেছেন নেইমার। কেউ মজা করে লিখেছেন, ‘‘নেইমার বোধ হয় চাউমিন ও স্প্যাগেটি দেখে অনুপ্রাণিত হয়েছেন।’’ কেউ লিখেছেন, ‘‘কেউ নেমারের মাথার উপরে চাউমিন ফেলে দিয়েছে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
চুল না চাউমিন ! এ কীরকম হেয়ারস্টাইল নেইমারের