বিশ্বকাপের সময় প্লেগের মত পতঙ্গ বাহিত রোগ থেকে শহরকে বাঁচাতে উদ্যোগী প্রশাসন ও পরিবেশপ্রেমীরা। ভলগোগ্রাদ স্টেডিয়াম ও বাইরের ফ্যান জোনে হোস পাইপ দিয়ে বড় ট্রাক থেকে করা হল স্প্রে। জলের সঙ্গে ভ্যানিলা মিশিয়ে তৈরি এই স্প্রে পতঙ্গবাহিত রোগ আটকাতে খুবই কার্যকর। এই স্প্রে মানুষ ও পশুদের শরীরেরও ক্ষতি করে না, দাবি স্থানীয় প্রশাসনের।
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপ ফুটবলের হাত ধরে বিপ্লব, স্টেডিয়ামে এলেন ইরানি মহিলারা
ইংল্যান্ড-তিউনিশিয়া ম্যাচের আগেও মাঠে দেওয়া হয়েছিল ভ্যানিলা স্প্রে। শুধুমাত্র স্টেডিয়াম বা ফ্যান জোনেই নয়, স্প্রে করা হয় রাস্তাতেও। রাতের দিকে শহরের সবুজ এলাকায় একই স্প্রে ছেটান পরিবেশপ্রেমীরা। দক্ষিণ রাশিয়ার শহরগুলিতে স্প্রে করার জন্য নিয়োগ করা হয়েছে ভলান্টিয়ার। তবে শুধু স্প্রে-ই নয়। স্টেডিয়ামে ঢোকার মুখে সমর্থকদের বিনামূল্যে টিস্যুও বিলি করছেন ভলান্টিয়াররা।