TRENDING:

SC East Bengal Leslie Cleevely : লাল হলুদে চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ

Last Updated:

SC East Bengal appoints former Chelsea goalkeeping coach Leslie Cleevely.চমক দিয়ে চলেছে এস সি ইস্টবেঙ্গল। এবার গোলরক্ষক কোচ হিসেবে নিয়োগ করা হল চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ লেসলি ক্লিভলিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাল হলুদের নতুন গোলরক্ষক কোচ লেসলি
লাল হলুদের নতুন গোলরক্ষক কোচ লেসলি
advertisement

ইস্টবেঙ্গল গোলরক্ষক শংকর রায় এবং শুভম সেনকে রেখে দিল। এছাড়া অরিন্দম ভট্টাচার্য তো রয়েছেনই। আসন্ন আইএসএলে ভাল ফল করার জন্য মরিয়া এস সি ইস্টবেঙ্গল। ইনভেস্টর পাঁচ মাসের জন্য দায়িত্ব নিয়েছে ক্লাবের। অর্থাৎ শুধু আইএসএল। কিন্তু চ্যাম্পিয়ান হওয়ার মতো লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছেন কর্তারা। গতবার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে শতাব্দীপ্রাচীন ক্লাব।

advertisement

আরও পড়ুন - Jhulan Goswami vs Australia : ঝুলনের ৬০০ উইকেট, অস্ট্রেলিয়াকে হারাল ভারত

বিদেশি বাছাই করা হয়েছে সময় নিয়ে, দেখেশুনে। স্লোভেনিয়ার স্ট্রাইকার আমির, নাইজেরিয়ার ড্যানিয়েল চিমা, ক্রোয়েশিয়ার অ্যান্টোনিও পেরোসেভিচ, ফ্রানজো, ডাচ ড্যারেন সিদোয়েল, শুধু নাম নয়, বর্তমান অবস্থা এবং ফিটনেস যাচাই করে নেওয়া হয়েছে এঁদের। মাঠে নেমে লাল হলুদ সফল হবে কিনা উত্তর দেবে সময়। কিন্তু প্রাক মরশুম প্রস্তুতি সঠিক হতে হবে। অতীতে দেখা গিয়েছে এই জায়গাটা কমতি থেকে গেলে ফুটবলারদের মাঝপথে চোট, আঘাত সমস্যা হয়।

advertisement

যা খবর তাতে ম্যানেজার ম্যানুয়াল অক্টোবরের শুরুতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন। ইস্টবেঙ্গল প্রথম কয়েকদিন সম্ভবত কলকাতায় অনুশীলন করে গোয়া রওনা হবে। তবে কোথায় অনুশীলন হবে চূড়ান্ত হয়নি। ইস্টবেঙ্গল ম্যানুয়েল 'মানোলো' দিয়াজের (Manuel ‘Manolo’ Diaz) সহকারিকে বেছে নেয়। ইস্টবেঙ্গল নিয়ে আসল অ্যানহেল পুয়েবলা গার্সিয়াকে (Ángel Puebla Garcia)। যিনি স্ট্রেন্থ অ্যান্ড ফিটনেস কোচ হিসাবেও দায়িত্ব সামলাবেন লাল-হলুদ ব্রিগেডের।

advertisement

গার্সিয়া ইস্টবেঙ্গলে আসলেও কিংবদন্তি ফুটবলার রেনেডি সিং কিন্তু সহকারি হিসাবেই থাকছেন দিয়াজের। তিনি রিয়েল মাদ্রিদের প্রাক্তন সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চিন ফুটবল লিগে দায়িত্ব সামলেছেন। রবি ফাউলারের দলেও ছিলেন রেনেডি। আগামী ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু। খেলা হবে তিলক ময়দানে।

লাল হলুদের সর্মথকরা অবশ্য আশাবাদী নতুন কোচের হাত ধরে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে উঠবে ক্লাব। গতবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (এটিকে মোহনবাগান) বিরুদ্ধে দুটো সাক্ষাতেই হারতে হয়েছিল এস সি ইস্টবেঙ্গলকে। এবার উল্টোদিকে চাকা ঘোরাতে মরিয়া লাল হলুদ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
SC East Bengal Leslie Cleevely : লাল হলুদে চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল